Header Ads

অন্ধ্ৰপ্ৰদেশের বিশাখাপত্তনমে বিষাক্ত গ্যাস লিক করে শিশু সমেত মৃত অন্তত ১০, অসুস্থ হয়েছেন বহু মানুষ

নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ৭ মেঃ অন্ধ্ৰপ্ৰদেশের বিশাখাপত্তনমে বিষাক্ত গ্যাস লিক করে শিশু সমেত অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ২০০ জনের বেশি। অসুস্থ হয়েছেন আরও ১০০০ জন। উদ্ধার কাজ চলছে দমকল ও বিপৰ্যয় মোকাবিলা বাহিনীর। তিন কিলোমিটার অবধি ছড়িয়ে পড়ে বিষাক্ত গ্যাস। বিষাক্ত গ্যাসের কবলে পড়ে মানুষ রাস্তায় ছটফট করতে থাকে।

ছবি, সৌঃ ইন্টারনেট
বৃহস্পতিবার ভোরে এলজি পলিমাৰ্স ইন্ডিয়া প্ৰাইভেট লিমিটেড নামের বহুজাতিক রাসায়নিক কারখানা থেকে টক্সিক গ্যাস নিৰ্গত হওয়ার ফলেই এই দুৰ্ঘটনা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট জেলা প্ৰসাশনের আধিকারিকরা। মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। প্ৰশাসনের তরফে স্থানীয়দের বাড়ি থেকে বেড়োতে নিষেধ করা হয়েছে। লকডাউনের মধ্যেই কীভাবে গ্যাস লিক হল তদন্ত করছে পুলিশ।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.