Header Ads

সাংবাদিকের কবিতা


কোবিড-১৯ জন্মদিন 
ভানুর তেজ জানা,
হাসির সোনালি আভা,
ভোরের ঠান্ডা হওয়া।

সবুজ মধুরতা অধরা।

মন মেলে ডানা ,
এক কাপ চা,
বাঁধানো বটতলার ছায়া ,
জন্মদিন তালাবন্ধ।।

রত্নজ‍্যোতি দত্ত 
মে ১৮, ২০২০
[লেখক দিল্লীস্থ সাংবাদিক।]

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.