Header Ads

হাফলংয়ে মাটি ধসে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু

   বিপ্লব দেব, হাফলং, ১২ মেঃ    হাফলঙে মাটি ধসে মাটির নীচে চাপা পড়ে এক শ্রমিকের করুন মৃত্যু হওয়ার পাশাপাশি এক শ্রমিক গুরুতর ভাবে আহত হয়। মঙ্গলবার বিকেল তিনটা নাগাদ হাফলং শহরের পার্শ্ববর্তী মহাদেব টিলাতে এই ভয়ঙ্কর দুর্ঘটনা হয়। মহাদেব টিলাতে একটি ঘর নির্মাাণর জন্য রিটেইনিং ওয়াল নির্মাণের জন্য মাটি কাটার কাজ চলতে থাকার সময় হঠাৎ করে মাটি ধসে পড়ার দরুন মাটি কাটার কাজে নিয়োজিত দুই শ্রমিক যথাক্রমে সঞ্জয় ভূমিজ ও রাজু তান্তি মাটির নীচে চাপা পড়ে।

হাফলঙে কিছু দিন থেকে বৃষ্টি হওয়ার দরুন মাটি এমনিতেই নরম ছিল। এই অবস্থায় আজ মাটি কাটতে গেলে এই ভয়ঙ্কর দূর্ঘটনা সংগঠিত হয়। এদিকে ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিয়ে দুই শ্রমিককে মাটি খুড়ে মাটির নীচ থেকে উদ্ধার করে হাফলং সরকারি হাসপাতালে পাঠিয়ে দিলে শেষ রক্ষা হয়নি সঞ্জয় ভূমিজের। হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু ঘটে সঞ্জয় ভূমিজের। তবে রাজু তান্তি নামের অন্য শ্রমিকের হাফলং সরকারি হাসপাতালে চিকিৎসা চললে ও তার অবস্থা সঙ্কট জনক রয়েছে বলে জানা গিয়েছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.