Header Ads

দূষ্কর্ম চাপা দিতে অজুহাত হিসাবে করোনা সংক্রমণকে ব্যবহার !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়

জাতিসংঘ মানবাধিকার কমিশনার, MICHELLE BACHELET হুঁশিয়ার করেছেন,যে,বহু দেশের সরকার মুক্ত সংবাদ প্রকাশনাকে বাধা এবং প্রতিরোধ তৈরি করে জনগণের স্বাস্থ্য ও করোনা মহামারীর বিরুদ্ধে দাঁড়ানোর প্রয়াসকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছেI

কমিশনার MICHELLE BACHELET বলেন বহু দেশের নেতারা এই সংক্রমণকে তাদের দূষ্কর্ম চাপা দেবার অজুহাত হিসাবে ব্যবহার করছেনI
তিনি বলেন, সে কারণে সাংবাদিকদের হুমকি দেয়া হয়েছে এবং এমন কী মহামারীর সত্য গোপন না করলে তাদের জীবিকা ও আয়ের উৎস বন্ধ করার হুমকিও দেয়া হয়েছে !

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.