Header Ads

'লকডাউন মানা হলে ভারতে করোনায় আক্রান্ত কমবে ৪০ শতাংশ' !!

বিশ্বদেব চট্টোপাধ্যায় 
 
দেশজুড়ে লকডাউনের উপকার পাচ্ছে জনসংখ্যাবহুল দেশ ভারত। যদি এ লকডাউন কঠোরভাবে মেনে চলা হয় এবং সামাজিক দূরত্ব মানা হয় তবে ভারতে করোনা আক্রান্তের হার প্রায় ৪০ শতাংশ কমে যাবে। সোমবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমনটাই দাবি করেছে সেন্টার ফর ডিজিজ ডাইনামিকস, ইকোনোমিকস অ্যান্ড পলিসি (সিডিডিইপি)। এটি নয়া দিল্লী ও ওয়াশিংটন ডিসি ভিত্তিক একটি স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান।
 
পুরো ভারত জুড়ে কার্যকর থাকা লকডাউন চলবে আগামী ৩ মে পর্যন্ত। যদিও যে সব অঞ্চল করোনার হটস্পট নয় সেগুলোতে লকডাউন কিছুটা শিথিল করা হয়েছে ২০ এপ্রিল থেকে। প্রতিবেদনে বলা হয়, লকডাউনের কারণে ধীরগতিতে আক্রান্ত বাড়ছে। এতে করে দেশের স্বাস্থ্যসেবা খাতে প্রস্তুতি যেমন নেয়ার সময় পাওয়া যাচ্ছে তেমনি সরঞ্জামাদিও পর্যাপ্ত সংগ্রেহের সুযোগ পাওয়া
যাচ্ছে।
প্রতিবিদনে বলা হয়, বর্তমানে লকডাউনের কারণে ভারতে আক্রান্তের হার ১.৫ শতাংশ, লকডাউন তুলে নিলে তা বেড়ে হবে ২.৬৬ শতাংশ। আজ মঙ্গলবার জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে ভারতে গত ২৪ ঘণ্টায় সর্বাধিক মৃত্যু হল ৪৭ জনের। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৯০। আরও ১ হাজার ৩৩৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। তার জেরে আক্রান্ত বেড়ে হয়েছে ১৮ হাজার ৬০১ জন।
দেশের সরকারি তথ্য বলছে, গত এক সপ্তাহে করোনাকে জয় করে সেরে ওঠার হার আগের থেকে বেড়েছে। এ দিনে সেরে ওঠার হার ১৭.৪৮ শতাংশ। সর্বাধিক ৭০৫ রোগী গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.