শর্তসাপেক্ষে রাজ্যের ভিন জেলায় যে সব বাসিন্দা আটকে পড়েছেন এদের বাড়ি ফেরানোর প্রক্রিয়া শুরু সরকারের
বিপ্লব দেব, হাফলং, ২৪ এপ্রিলঃ
শনিবার তথা ২৫ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত তিন দিন অসমের যে সব বাসিন্দা রাজ্যের ভিতরেই ভিন জেলায় আটকে পড়েছেন কেন্দ্রীয় গৃহ মন্ত্রালয়ের নীতি নির্দেশিকা মেনে তাদের বাড়ি ফেরানোর শুরু করেছে রাজ্য সরকার। এখন পর্যন্ত ডিমা হাসাও জেলায় ১০৩ জন এই আবেদন করেছেন তবে এর মধ্যে অর্ধেকের বেশী আবেদনই বাতিল করে দেয় জেলা প্রশাসন। কারন ভুল গন্তব্যের জন্য এসব আবেদন বাতিল হয়ে যায় অসমের অনান্য জেলা থেকে যারা গৃহ জেলা ডিমা হাসাওয়ে আসতে চাইছে এদের অনেকেই সেই জেলার সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে আবেদন না করে ডিমা হাসাও জেলাপ্রশাসনের কাছে আবেদন করেছেন।
এমন ও অনেক আবেদন রয়েছে যেখানে নাইট হোল্টের কথা উল্লেখ রয়েছে যার দরুন অনেক আবেদন বাতিল করে দেয় ডিমা হাসাও জেলা প্রশাসন। তথ্য ও জন সংযোগ বিভাগের এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে ডিমা হাসাও জেলা থেকে যারা অন্য জেলায় বাড়ি ফিরতে আবেদন করেছেন তাদের জন্য অসম রাজ্যিক পরিবহন নিগমের বাহন ব্যবস্থা করা হয়েছে। ঠিক তেমনি কেউ ব্যক্তিগত বাহনে যেতে চাইলে নিতে হবে জেলাপ্রশাসনের। অসম রাজ্যিক পরিবহন নিগমের বাহনে যারা যাবেন তাদের বেলায় মাঝ রাস্তায় কোনও যাত্রা বিরতি থাকবেনা। ব্যক্তিগত বাহনে যারা যাবেন তাদের জন্য মাঝ পথে বিরতি বা নাইট হোল্ট বা ফিরে আসার কোনও অনুমতি থাকবেনা। তাছাড়া যে সব শ্রমিক ডিমা হাসাও জেলায় আটকে পড়েছেন এদের জন্য জেলাপ্রশাসনের অনুমতি ক্রমে সংশ্লিষ্ট কোম্পানি বা ঠিকাদারকে বাহনের ব্যবস্থা করতে হবে বলে জেলা তথ্য সংযোগ বিভাগের পক্ষ থেকে প্রেস বিবৃতিতে যোগে এখবর জানানো হয়েছে।
শনিবার তথা ২৫ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত তিন দিন অসমের যে সব বাসিন্দা রাজ্যের ভিতরেই ভিন জেলায় আটকে পড়েছেন কেন্দ্রীয় গৃহ মন্ত্রালয়ের নীতি নির্দেশিকা মেনে তাদের বাড়ি ফেরানোর শুরু করেছে রাজ্য সরকার। এখন পর্যন্ত ডিমা হাসাও জেলায় ১০৩ জন এই আবেদন করেছেন তবে এর মধ্যে অর্ধেকের বেশী আবেদনই বাতিল করে দেয় জেলা প্রশাসন। কারন ভুল গন্তব্যের জন্য এসব আবেদন বাতিল হয়ে যায় অসমের অনান্য জেলা থেকে যারা গৃহ জেলা ডিমা হাসাওয়ে আসতে চাইছে এদের অনেকেই সেই জেলার সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে আবেদন না করে ডিমা হাসাও জেলাপ্রশাসনের কাছে আবেদন করেছেন।
এমন ও অনেক আবেদন রয়েছে যেখানে নাইট হোল্টের কথা উল্লেখ রয়েছে যার দরুন অনেক আবেদন বাতিল করে দেয় ডিমা হাসাও জেলা প্রশাসন। তথ্য ও জন সংযোগ বিভাগের এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে ডিমা হাসাও জেলা থেকে যারা অন্য জেলায় বাড়ি ফিরতে আবেদন করেছেন তাদের জন্য অসম রাজ্যিক পরিবহন নিগমের বাহন ব্যবস্থা করা হয়েছে। ঠিক তেমনি কেউ ব্যক্তিগত বাহনে যেতে চাইলে নিতে হবে জেলাপ্রশাসনের। অসম রাজ্যিক পরিবহন নিগমের বাহনে যারা যাবেন তাদের বেলায় মাঝ রাস্তায় কোনও যাত্রা বিরতি থাকবেনা। ব্যক্তিগত বাহনে যারা যাবেন তাদের জন্য মাঝ পথে বিরতি বা নাইট হোল্ট বা ফিরে আসার কোনও অনুমতি থাকবেনা। তাছাড়া যে সব শ্রমিক ডিমা হাসাও জেলায় আটকে পড়েছেন এদের জন্য জেলাপ্রশাসনের অনুমতি ক্রমে সংশ্লিষ্ট কোম্পানি বা ঠিকাদারকে বাহনের ব্যবস্থা করতে হবে বলে জেলা তথ্য সংযোগ বিভাগের পক্ষ থেকে প্রেস বিবৃতিতে যোগে এখবর জানানো হয়েছে।








কোন মন্তব্য নেই