নয়া ঠাহর, ২৭ এপ্রিলঃ করোনাভাইরাসে মহামারীতে শিশুরাও ঘরবন্দি। লেবাননের খিয়ামে এই পার্কটিতে শিশুদের খেলার সরঞ্জাম পড়ে আছে খালি। অবশ্য একেবারে খালি নয়, তর তর করে বেড়ে উঠেছে ঘাস-লতাপাতা আর বুনো ঝোপ; ফুটেছে ফুলও !!
কোন মন্তব্য নেই