Header Ads

এবার দক্ষিণ আফ্রিকায় ওষুধ পাঠাচ্ছে ভারত



নয়াদিল্লি : শুধু উন্নত দেশই নয়করোনার দিনে ভারতের সাহায্য পাচ্ছে তৃতীয় বিশ্বের পিছিয়ে থাকা পৃথিবীওশুক্রবারই নরেন্দ্র মোদি ঘোষণা করে দিলেন, এবার দক্ষিণ আফ্রিকাকেও সাহায্য করবে ভারতপৌঁছে যাবে অত্যাবশ্যকীয় চিকিত্সাসামগ্রী এদিন টুইটারে নরেন্দ্র মোদি লেখেন, গোটা আফ্রিকান ইউনিয়নের সঙ্গে সমন্বয়সাধন করে করোনার বিরুদ্ধে লড়ছে দক্ষিণ আফ্রিকাভারত এই দেশের দীর্ঘকালের বন্ধুতাই এই বিপদের দিনে যে কোনও রকম সাহায্যের জন্যে তৈরি ভারতবর্ষ
এর পরের টুইটে সাহায্যের বিষয়টি ভেঙে বলেন প্রধানমন্ত্রী তিনি জানান "দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপ্রধান সিরিল রামাফসার সঙ্গে তাঁর কথা হয়েছেভারতের তরফে নিশ্চিত তরা হয়েছে দক্ষিত্ আফ্রিকাকে করোনার বিরুদ্ধে লড়তে চিকিত্সা সামগ্রী দিয়ে সাহায্য করা হবে।" শুধু আফ্রিকাই নয়সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে মিশরের দিকেওমোদি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ এল সিসির সঙ্গেও এদিন একপ্রস্থ ফোনে কথা হয় নরেন্দ্র মোদিরতিনি জানান, ভারত সর্বশক্তি দিনয়ে মিশরকে সাহায্য করবে চলতি মাসের প্রথম সপ্তাহে হাইড্রোক্লোরোকুইন সরবরাহ নিয়ে সংঘাতের আবহ তৈরি হয় ভারতবর্ষ আমেরিকার মধ্যেভারত হাইড্রোক্লোরোকুইন সহ বহু ওষুধের সরবরাহ বন্ধ রেখেছিলমার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাতে মনক্ষুণ্ন হনতারপর রাতারাতি বদলাতে থাকে ছবিটাউঠে যায় ওষুধ সরবরাহের নিশেধাজ্ঞাভারতের তরফে আশ্বাস দেওয়া হয়, এই দুর্দিনে চিকিত্সাসামগ্রী সরবরাহের প্ৰশ্নে যে কোনও দেশের পাশে থাকবে ভারত

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.