Header Ads

‘জীবনভর স্বাস্থ্যকর্মীদের কাছে ঋণী থাকব’--বরিস জনসন !!

বিশ্বদেব চট্টোপাধ্যায় 
 
করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবার (এনএইচএস) কর্মীদের কাছে তিনি যে সেবা পাচ্ছেন; সেই ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না। ব্রিটিশ সংবাদমাধ্যম জানাচ্ছে ক্রমশঃ সুস্থ হয়ে উঠছেন তিনি।
শনিবার (১১ এপ্রিল) ১০ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে প্রকাশিত এক বিবৃতিতে স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জনসন। বৃহস্পতিবার ইনটেনসিভ কেয়ার ইউনিট থেকে ছাড়া পাওয়ার পর এটাই ছিল তাঁর প্রথম সরকারি বিবৃতি।
 
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক সপ্তাহের বেশি সময় বাড়িতে চিকিৎসা নেওয়ার পর গত রবিবার (৫ এপ্রিল) লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ভর্তি হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। পরিস্থিতির অবনতি হলে পরদিন সন্ধ্যায় তাকে আইসিইউতে নেওয়া হয়। গত ৯ এপ্রিল তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতালের আইসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়।
শনিবার দেওয়া বিবৃতিতে বরিস জনসন থমসন হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘তাদেরকে ধন্যবাদ জানানোর ভাষা নেই, আমি জীবনভর তাদের কাছে ঋণী থাকব।’
যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৯ হাজার ৮৮৫। এর মধ্যে ৯ হাজার ৮৯২ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৬২৫ জন। আক্রান্তদের মধ্যে রাজপরিবারের সদস্য থেকে শুরু করে প্রধানমন্ত্রী বরিস জনসন ও তার মন্ত্রিসভার সদস্যও রয়েছেন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.