Header Ads

'কোভিড-১৯' কে হারানোর জন্য ভারতের অস্ত্র গৃহবন্দী ও সামাজিক দূরত্ব



চার্বাক দেব, বদরপু্র : ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর)-এর চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এলোআইসিএমআরের গবেষকরা সম্প্রতি দেশের টি রাজ্যে দুটি প্রজাতির বাদুড়ের মধ্যে 'করোনা' ভাইরাসের সন্ধান পেয়েছেন বলে সূত্রমতে প্রকাশগত দুই দশক ধরে বাদুড়কে বহু ভাইরাসের বাহক হিসেবে গবেষণায় ধরে আসা হচ্ছেনিপা, হেন্দ্র ইবোলা ছাড়া আরও অনেক ভাইরাস বাদুড় দ্বারা সংক্রমিত হয়েছে বলে মনে করেন গবেষকরাএছাড়া, কয়েক বছর আগে কেরালায় 'টেরোপাস মেডিয়াস' নামক বাদুড়ের সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন থেকেই অনেকে আশঙ্কা করতে শুরু করেন যে, 'করোনা' ভাইরাসের সঙ্গেও বাদুড়ের কোন যোগসূত্র থাকতে পারেআর কথাটা গোপন হলেও সত্যইংরাজীতে বলে Open Secretআসলে, সমস্যাটা যত কঠিন, তার সমাধানটাও তত কঠিন
এবার 'কোভিড-১৯' কে নিয়ে তাকে প্রতিহত করতে সমস্ত বিশ্বজুড়ে চলছে মহাযুদ্ধমৃত্যু মিছিলের এক ভয়াবহ চিত্র ক্রমশ নেমে আসছে মানব জাতির উপররেহাই পায়নি ভারতবর্ষও বীভৎসতা থাবা বসিয়েছে আমাদের দেশেভারতীয় গবেষকরা জোরকদমে গবেষণা করে যাচ্ছেন, কীভাবে এই সংক্রমণ থেকে রক্ষা করা যায় গোটা দেশ তথা মানব জাতিকে যেন এক মহাযুদ্ধভারতবর্ষে মহাযুদ্ধের যোদ্ধারা হলেন, ডাক্তার, নার্স, পুলিশ-প্রশাসন বিভাগ, সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত থাকা সাংবাদিকগন বিশেষকরে গৃহবন্দী ভারতীয় নাগরিকরাবিশেষ করে স্যালুট জানাই আমাদের চিকিৎসকদের, নার্সদের, প্রশাসন কর্মীদের সাংবাদিকদের,  যারা কঠিন পরিস্থিতিতে বীর যোদ্ধাদের মতো এই মহাযুদ্ধে বিজয়ী হতে দিনরাত মানুষের সেবা মানুষের জন্য কাজ করে যাচ্ছেনতাছাড়া, সরকারের দেওয়া নির্দেশ মতো সচেতন মনোবল নিয়ে এই যুদ্ধে নিজেদেরকে জড়িয়ে রেখেছেনতৎসঙ্গে সর্বশক্তিদাতা ঈশ্বরের কৃপা প্রার্থনা করি যেন এই মহাযুদ্ধে আমরা বিজয়ী হইপৃথিবীকে যেন আবার সুস্থ করে তুলতে পারিঈশ্বর আমাদের সঙ্গে আছেন এই বিশ্বাস নিয়ে, আইনের বেড়াজালে আবদ্ধ হয়ে বিদ্ধস্ত হোক দেশদ্রোহী গুপ্তঘাতকরা- এটাই আজ আমাদের সঙ্কল্প হোকদেশের আইনের নিয়ম-কানুন গ্রাহ্য করে না যারা তাদের সঠিক বিচার আশা করে  দেশপ্রেমীকরা আসুন, আমরা ভারতীয়রা ঐক্যবদ্ধ হয়ে, সরকারী নির্দেশ মেনে, গৃহবন্দী সামাজিক দূরত্ব বজায় রেখে, মানসিকভাবে নিজেদের প্রস্তুত রেখে এই মহাযুদ্ধে আমাদের বীর যোদ্ধাদের সঙ্গে সহযোদ্ধা হই এবং তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে 'কোভিড-১৯' প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে ভারতবর্ষকে বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্র হিসেবে উন্নীত করে এক নজিরবিহীন ইতিহাস গড়ে তুলি

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.