Header Ads

অসমে প্রথম, বদরপুরের জামালের শরীরে কোভিড ১৯



অনিন্দ্য ভট্টাচার্য, বদরপুরঃ অসমে প্রথম করোণা ভাইরাস পাওয়া গেল বদরপুরের ব্যবসায়ী জামাল উদ্দিনের শরীরে। শ্রীগৌরীর বাসিন্দা জামাল উদ্দিন গত ৫ মার্চ গুয়াহাটি হয়ে দিল্লি যান। উঠেন সেখানকার জ্যেতি হোটেলে। সেখানে তবলিগ জামাতে যোগ দেন। জামাত সেরে গুয়াহাটি ফেরেন গত ১০ মার্চ। ১১ মার্চ পর্যন্ত আটগাঁওয়ে জনৈক মুজিবুর রহমানের বাড়িতে ছিলেন। ১৩ মার্চ রাজধানী এক্সপ্রেসে বদরপুর ফেরেন। সঙ্গী ছিলেন বদরপুরেরই জনৈক সফিকুর রহমান। কিছুদিন ধরেই জামাল উদ্দিন ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। গত ১৭ মার্চ তিনি শিলচর ক্যানসার হাসপাতালে চেক আপে যান। চেক আপের পরদিনই অর্থাৎ ১৮ মার্চ জ্বর হয়। বেশ কয়েক দিনেও জ্বর না সারায় ২৯ মার্চ শ্রীগৌরী হাসপাতালে গেলে সেখান থেকে তাঁর রক্তের নমুনা শিলচর মেডিকেলে পাঠালে রক্তে কোভিড ১৯-র উপস্থিতির প্রমাণ মেলে। তাকে কোয়ারান্টাইনে নেওয়া হয়েছে। তেরো মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত জামাল উদ্দিন অজস্র লোকের সঙ্গে মেলামেশা করেছেন। বিশেষত তবলিগ সেরে আসার পর অনেক লোক তাঁর ঘরে গিয়ে তাকে দেখে বা ছুঁয়ে এসেছেন। ফলে তাঁর কেস পজিটিভ হওয়ায় বদরপুর ও আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। এদিকে আরেকটি সূত্র মতে জামাল উদ্দিন তবলিগে নয় ক্যানসারের চিকিৎসা করাতে এইমস য়ে গেছিলেন। ফেরার পথে তিনি কোন ভাবে করোনা আক্রান্ত হন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.