Header Ads

করোনাভাইরাসে আক্রান্ত ভারত থেকে মুক্ত রাখতেই লকডাউন করাই বাঁচার ঔষধ, অন্য কোন পন্থার বিকল্প পথ নেই ...


নয়া ঠাহর প্রতিবেদন, হাইলাকান্দি: আসাম শুধু নয়,   ভারত বর্ষের পুরো  যায়গায়  লকডাইন হয়েছে। ভারত সরকারের ও আসাম সরকারের  এই পদক্ষেপকে আমারা শিল্পী,কবি, সংস্কৃতিকর্মী  লেখক সবাই  স্বাগত  জানাই। নভেল করোনা ভাইরাসে প্রতিরোধ আসুন আমারা স্বেচ্ছাগৃহবন্দী থাকি। একমিটার দূরন্তে থেকে,কথা বলবো। নিত্য সেবায় সরকারি নিয়ম মতো চলি, আসুন সরকারি নির্দেশ কে আমারা সহযোগিতাকরি।আমি সুস্থ থাকি,সমাজকে সুস্থ রাখি, দেশকে রক্ষাকরি। আমারা সচেতনতা হলেই কিন্তু নভেল করোনা ভাইরাসের প্রতিরোধে করতে সক্ষম হবো,অন্যতা নয়। মারন ব্যাধির নভেল করুনা ভাইরাসেসংক্রমণের বিরুদ্ধে সবাই এক সঙ্গে যুদ্ধে নেমেছি,জয় আামাদের হবেই। আর তার সঙ্গে সবাই ধন্যবাদ জানাই যারা জীবন তুচ্ছ করে নিরন্তর চেষ্টা করছেন সেই সব সেবা ব্রতী কর্মীদেরে, ডাক্তার, নার্স,হাসপাতালে নানানকর্মী,সাংবাদিক, সমাজ সেবী,সহ সকল সহায়ক দেরে ও। সভ্যতার সঙ্কটে  যে সব রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আছেন তাদের জন্য যেন আমারা প্রার্থনাকরি পরমকরুণামের কাছে তাদের রোগ মুক্তির জন্য। আর যারা  এইরোগে আক্রান্ত হয়ে দেশে বিদেশে  ইহলোক ত্যাগ করেছেন, তাদের যেন সৎগতি হয়। ঈশ্বর কৃপায় তাদের অাত্মীয় পরিজনেরা যেন ও এই গভীর শোক কাটিয়ে ওঠতে পারেন।
বেলাভূমি শিল্পকলা পরিষদ এর পক্ষে আশুতোষ দাস, দক্ষিণ আসামের বরাক উপত্যকা, হাইলাকান্দি থেকে  খবরটি নয়া ঠাহর সাংবাদিকের হাতে তুলে দেন ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.