ইডির হাতে গ্ৰেফতার ইয়েস ব্যাঙ্কের অন্যতম প্ৰতিষ্ঠাতা রাণা কাপূর, ১১ মাৰ্চ পৰ্যন্ত থাকবেন ইডির হেফাজতে
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ
ব্যাঙ্ক কেলেঙ্কারির অভিযোগে শনিবার সারাদিন তল্লাশির পর রবিবার সকালেই ইয়েস ব্যাঙ্কের অন্যতম প্ৰতিষ্ঠাতা ৬২ বছর বয়সের রাণা কাপূরকে গ্ৰেফতার করে ইডি। একনাগারে ২০ ঘন্টা জেরা করার পর তাঁকে গ্ৰেফতার করে ইডি। ১১ মাৰ্চ পৰ্যন্ত তাঁকে ইডির হেফাজতে রাখা হবে।
অন্যদিকে, দিল্লি ও মুম্বইয়ের তিন মেয়ের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। জানা গেছে, রাণা ইয়েস ব্যাঙ্কের শীৰ্ষ পদে থাকার সময় এমন বহু সংস্থাকে ঋণ মঞ্জুর করা হয়েছিল যেগুলি লোকসানে ডুবে ছিল। ঋণ শোধ করতে না পারার আশঙ্কা থাকা সত্ত্বেও রাণার নিৰ্দেশেই ব্যাঙ্কের কৰ্তারা ঋণ দিয়েছিলেন।
ব্যাঙ্ক কেলেঙ্কারির অভিযোগে শনিবার সারাদিন তল্লাশির পর রবিবার সকালেই ইয়েস ব্যাঙ্কের অন্যতম প্ৰতিষ্ঠাতা ৬২ বছর বয়সের রাণা কাপূরকে গ্ৰেফতার করে ইডি। একনাগারে ২০ ঘন্টা জেরা করার পর তাঁকে গ্ৰেফতার করে ইডি। ১১ মাৰ্চ পৰ্যন্ত তাঁকে ইডির হেফাজতে রাখা হবে।
ছবি, সৌঃ ইন্টারনেট
তিনি গ্ৰেফতার হওয়ার পরই উঠে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। জানা গিয়েছে, কংগ্ৰেস মহাসচিব প্ৰিয়াঙ্কা গান্ধী বঢরার নিজের হাতে আঁকা ছবি নাকি দু’ কোটি টাকা দিয়ে কিনেছিলেন রাণা কাপূর। এরপরই বিজেপির দাবি, দেশে যে কোনও অৰ্থনৈতিক কেলেঙ্কারির পেছনে গান্ধী পরিবারের নাম জুড়ে থাকে। ইয়েস ব্যাঙ্ক নিয়ে এমনিতেই চাপের মুখে পড়েছে কেন্দ্ৰ সরকার। ঠিক সেই সময়েই কংগ্ৰেসের বিরুদ্ধে এক মারাত্মক অস্ত্ৰ পেয়ে গেল বিজেপি। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল।
কোন মন্তব্য নেই