Header Ads

সমগ্র বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে অসমের বিহু সংগীত ,সন্দীপ নাথ

শিল্পীর প্রথম সুফি সংগীত রংগরেজ ইউটিউবে মুক্তি 

নয়া ঠাহর প্রতিবেদন:

আমি শাস্ত্রীয় সংগীতের থেকে লোক সংগীতের প্রতি অধিক আকর্ষিত। 
এ বক্তব্য বলিউডের জনপ্রিয় গীতিকার ,চিত্রনাট্যকার ,পরিচালক-,প্রযোজক সঙ্গীতশিল্পী সন্দীপ নাথের।বুধবারে গুয়াহাটির প্রেস ক্লাবে  অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন যে লোক সংগীতের কোন ধরনের রেকর্ডিং নেই। অনেক প্রজন্ম ধরে সাধারণ লোকের গাওয়া এই গানগুলি আমার ভীষণ প্রিয় ।অসমের লোকসঙ্গীতের স্বকীয় বৈশিষ্ট্য রয়েছে ।সন্দীপের গাওয়া একটি সুফী গান ইতিমধ্যে ইউটিউবে  বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে ।চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইউটিউবে মুক্তি লাভ করা রংরেজ নামের সুফী গানের কথা বলতে আর মা কামাখ্যার দর্শন করতে দু দিনের কার্যসূচিতে গুয়াহাটিতে এসেছে সন্দীপ। বলিউডের প্রায় ২০ বছর অতিক্রান্ত করে বর্তমান সময় পর্যন্ত প্রায় ৮০টি চলচ্চিত্রে কণ্ঠদান করেছেন সন্দীপ। বর্তমানে তিনি অসমীয়া শিখছেন। জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গের বিশেষ বন্ধু অসমের প্রাকৃতিক সৌন্দর্য্যে মুগ্ধ সন্দ্বীপ ।নিজের গানের শুটিং গুয়াহাটিতে করার জন্য তিনি বিশেষ আগ্রহী। তিনি বলেন যে ব্রম্মপুত্রের সাদামাটি আমাকে আকর্ষণ করে ।গুয়াহাটিতে বিভিন্ন স্থান ঘুরে দেখার আগ্রহ প্রকাশ করে সন্দীপ অসমের আথিতেয়তা দেখে মুগ্ধ। বিহু প্রসঙ্গে  তিনি বলেন যে আসামের বিহু নৃত্য এখন শুধু অসমের মাটিতেই সীমাবদ্ধ হয়ে থাকেনি আসামের বিহু এখন বিশ্বজুড়ে জনপ্রিয়তা লাভ করেছে।অনাসমিয়ারাও  এখন বিহু নৃত্য শিখছে। আসামের সংস্কৃতির বিশ্বজনীন হয়ে পড়েছে। উল্লেখ্য যে আশিকি, ফ্যাশনের,ইত্যাদি  বিভিন্ন জনপ্রিয় চলচ্চিত্রে কণ্ঠদান করা সন্দীপ নাথ অনেক পুরস্কারও লাভ করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.