Header Ads

করোনা রুখতে ভারতের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা ' হু '-র

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ ১৭ মার্চ

মারণ করোনা ভাইরাসের প্রকোপ রুখতে ভীষণভাবে তৎপর ভারত । কেন্দ্রীয় সরকার কোমর বেঁধে নেমেছে করোনার প্রকোপ রুখতে । করোনা ভাইরাসের প্রকোপ রুখতে ভারতের নেওয়া বিভিন্ন পদক্ষেপের এবার ভূয়সী প্রশংসা করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার  ( হু) ভারতে নিযুক্ত প্রতিনিধি হেঙ্ক বেকেড্যাম।

মঙ্গলবার জাতীয় চিকিৎসা গবেষণা সংসদে পরিকাঠামো খতিয়ে দেখতে গিয়ে বেকেড্যাম বলেন , ভারত আলাদা করে করোনা ভাইরাসকে চিহ্নিত করার কাজ করছে । অভূতপূর্ব এটা । তাঁদের যে গবেষণা চলছে তাতে ভারতকে যুক্ত করে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করে বেকেড্যাম বলেন, ভারতের প্রধানমন্ত্রী অত্যন্ত শক্ত হাতে করোনা মোকাবিলায় পদক্ষেপ করছেন । সরকার যে দায়বদ্ধ তা বোঝা যাচ্ছে  । তাঁর দফতর নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে । গবেষকরা দিনরাত এক করে পরিশ্রম করছেন ।

করোনা ভাইরাস ভারতে পা রাখতেই যুদ্ধকালীন তৎপরতায় রাজ্যগুলিকে নির্দেশ দেয় সরকার । সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসায় হু ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.