বদরপুরে জন ঔষধি দিবস পালিত
নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর : সারা দেশের সঙ্গে বদরপুরেও প্রধান মন্ত্রী জন ঔষধি দিবস পালিত হয়। বরাক উপত্যকায় শিলচর ছাড়া করিমগঞ্জ জেলায় একমাত্র বদরপুরের জুমবস্তির সাশ্রয় কনজ্যুমার কোঅপারেটিভ সোসাইটি তেই জন ঔষধির সেবা কেন্দ্র রয়েছে। এখান থেকে ক্রেতারা বাজার মূল্যের প্রায় আশী শতাংশ কত দামে বাজার চলতি অ্যালোপ্যাথিক ঔষধ পেতে পারেন। শনিবার প্রধান মন্ত্রী জন কল্যানকগারী পরিযোজনার উত্তর পূর্বাঞ্চলের প্রভারি অমরেশ রায় এবং দীপক দেব প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। অমরেশ রায় কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার জন ঔষধি পরিযোজনার বিস্তারিত তুলে ধরেন। আগে এই যোজনা চালু থাকলেও সরকারি অবহেলায় তার সুফল সাধারণ মানুষের অধরাই ছিল। কেন্দ্রে মোদি সরকার আসার পর জন ঔষধি জনপ্রিয় করা ও উৎপাদনে জোর দেওয়া হয়। যার সুফল এখন গোটা দেশ পাচ্ছে। এখন সারা দেশে কোনায় কোনায় জন ঔষধির বিপনন কেন্দ্র আছে। শুধু দেশেই নয় বিদেশেও ভারতীয় জন ঔষধির এখন বিপুল চাহিদা। গত বছর প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার ঔষধ বিদেশে রপ্তানি হয়েছে। ২০২০-২১ আর্থিক বছরে সেটি পঁচাত্তর হাজার কোটিতে পৌছানোর পরিকল্পনা রয়েছে। বলেন অমরেশ। এদিন প্রজেক্টার লাগিয়ে কোঅপারেটিভ কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন ঔষধি বিষয়ক বক্তৃতা এবং জন ঔষধি ব্যবহারকারীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব প্রদর্শনের ব্যবস্থা করেন।
কোন মন্তব্য নেই