Header Ads

মেঘালয়ে কুসংস্কারের বলি এক যুবক,আহত ৮

নয়া ঠাহর প্রতিবেদন, শিলং

রবিবার বন্ধুর জন্মদিন উপলক্ষে নয়জন বন্ধু মিলে পিকনিক করতে গিয়েছিলেন পূর্ব খাসি পাহাড়ের সাইনতুঙে। পিকনিক সেরে ফেরার পথে রাস্তা ভুল করে ফেলেন তাঁরা । লাড মাউলং এলাকায় একদল লোক ঘিরে ধরে তাঁদের । তাঁরা ডাইনি বিদ্যার চর্চা করেন বলে সন্দেহ হয় জমা হওয়া লোকজনের । নয়জনকেই ঘিরে ধরে উত্তেজিত জনতা । শুরু হয় মার। যার জেরে ম্যাকমিলান খারশান্দি (২৪) নামের এক যুবক মারা যান ঘটনাস্থলে ।  আহত হন রিকি ডখার ও টেইবরলাং খারবাঙ্গার। বাকি ছয়জন আলফ্রেড সোথুন , বিশাল দেববর্মা, বিজয় সিং , রোহিত সুটিং, বানটেইলাং খারুউমনুইদ ও পাপ্পু ডেকা কোনমতে জঙ্গলে পালিয়ে প্রাণ বাঁচান।

মেঘালয়ের গৃহমন্ত্রী লাখমেন রিম্বুই এই ঘটনার নিন্দা করে জানিয়েছেন, যারা এই ঘটনায়  জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.