Header Ads

ত্রিপুরায় তরুণীকে ধর্ষণ করে পুড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার এক যুবক

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ ১৪ মার্চ

ফের  হায়দরাবাদ কাণ্ডের ছায়া । এবার ঘটল ত্রিপুরায়। হায়দরাবাদে তরুণী পশু চিকিৎসককে ধর্ষণের পর জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিল ধর্ষকেরা। ত্রিপুরার সিধাই থানার রাঙ্গাছড়া গ্রামের বছর ২২ -এর এক তরুণীকে ধর্ষণ করে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় গ্রেফতার করা হল সৌরভ পাল নামে এক যুবককে ।

প্রতীকী ছবি, সৌঃ ইন্টারনেট

বৃহস্পতিবার বিকেলে ওই তরুণী কিছু কাগজপত্র জেরক্স করতে গিয়েছিলেন স্থানীয় বাজারে । বিকেল পাঁচটা নাগাদ বাড়ি থেকে বেড়িয়েছিলেন তিনি । রাত দশটাতেও তিনি ফিরে না আসায় তাঁর বাড়িতেই লোকেরা অভিযোগ দায়ের করে সিধাই থানায় । শুক্রবার তরুণীর আধপোড়া নগ্ন দেহ উদ্ধার করে পুলিশ তাঁর বাড়ির কাছেই থাকা ধানক্ষেত  থেকে ।




তরুণীর বাড়ির লোকজন পুলিশকে জানিয়েছেন, অনেকক্ষণ ধরে মেয়ে বাড়ি না  ফেরায় তাঁরা তাঁর মোবাইলে যোগাযোগ করেন। তখন এক যুবক ফোন তোলে এবং নিজের পরিচয় দেয় রিপন দেব বলে । তরুণীর এক বান্ধবী জানায় ফোনটি রয়েছে সৌরভ পাল নামে এক যুবকের কাছে । এখানেই রহস্য ঘনীভূত হয়েছে । পুলিশ  রিপন দেব ও সৌরভ পাল একই ব্যক্তি কিনা তা খতিয়ে দেখছে। ঘটনায় তরুণীর বান্ধবীর ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ ।




বরিষ্ঠ এক পুলিশ কর্তা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ ।





বিজেপির মহিলা শাখার সভানেত্রী পাপিয়া দত্ত সহ এক প্রতিনিধিদল মৃত তরুণীর বাড়ি যান এবং অপরাধীর কড়া শাস্তির দাবি জানান ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.