Header Ads

লামডিং অফিসার কলোনির রেলের আবাস গৃহে অনৈতিক কাৰ্যকলাপকে নিয়ে সমগ্ৰ অঞ্চলে চাঞ্চল্য


স্বপন দাস, লামডিং : লামডিং রেলেওয়ে আবাস গৃহে আসলে কি চলছে? রেলের কিছু উচ্চপদস্থদের রেলের আবাস গৃহে অনৈতিক কাৰ্য চালাবার অভিযোগ৷ লামডিং অফিসার কলোনির রেলের আবাস গৃহে একজন উচ্চপদস্থের অনৈতিক কাৰ্যকলাপকে নিয়ে সমগ্ৰ অঞ্চলে চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ লামডিং রেলে কৰ্মরত এছ কুমার নামে একজন যুবতীসহ অনৈতিক কর্মে লিপ্ত থকার সন্দেহে স্থানীয় জনগন আটক করে লামডিং পুলিশ আটক করেছে৷ অভিযোগ মতে এই রেলের বিষয়া বহুদিন ধরে নিজের তথা অন্য রেলের আবাস গৃহে বাইরে থাকা যুবতীকে এনে অন্যায় কাজে লিপ্ত হয়৷ স্থানীয়রা বহুদিন ধরে এইসব সন্ধেহ করে আসছিল। অবশেষে একজন যুবতী সহ রেলের সেই কর্মচারীকে হাতে নাতে আটক করে৷ এধরনের ঘটনা পূৰ্বেও লামডিং রেলের আবাস গৃহে সংঘটিত হয়ে আসছিল৷

No comments

Powered by Blogger.