Header Ads

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি , নিহত ১৫ রোহিঙ্গা

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ11 ফেব্রুয়ারি
মঙ্গলবার বাংলাদেশের কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে একটি মালয়েশিয়াগামী ট্রলার ডুবে গেলে মারা যান ১৫ জন রোহিঙ্গা । জীবিত উদ্ধার করা হয়েছে ৭৩ জনকে ।

প্ৰতীকী ছবি, সৌঃ আন্তৰ্জাল

বাংলাদেশ কোস্টগার্ডের মুখপাত্র এম হামিদুল ইসলাম জানিয়েছেন, নিহত ১৫ জনের মধ্যে ১২ জন মহিলা, বাকিরা শিশু । জীবিত উদ্ধার হওয়া ৭৩ জনের মধ্যে রয়েছেন ২৪ জন পুরুষ, ৪৬ জন নারী ও তিনটি শিশু ।





হামিদুল ইসলাম আরো জানান,  মঙ্গলবার সকাল সাতটার দিকে সেন্ট মার্টিন দ্বীপের সাত থেকে আট কিলোমিটার দূরে এই ঘটনা ঘটেছে । মালয়েশিয়াগামী দুর্ঘটনাগ্রস্ত ট্রলারের যাত্রীরা কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা  শরণার্থী শিবিরের বাসিন্দা ।





সোমবার রাতে টেকনাফ উপকূল দিয়ে দুটি ট্রলার মালয়েশিয়ার উদ্দেশে রওয়ানা হয়েছিল । সকাল সাতটার দিকে সাগরের পাথরের সঙ্গে ধাক্কা লেগে একটি ট্রলার ডুবে যায় । জীবিত উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানান, দালালদের  মাধ্যমে তাঁরা রোহিঙ্গা শরণার্থীদের শিবির থেকে মালয়েশিয়া যাচ্ছিলেন ।




বাংলাদেশ কোস্টগার্ড , বাংলাদেশ বর্ডার গার্ড  ( বিজিবি) সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন উদ্ধারকাজে হাত লাগায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.