Header Ads

অসমের কোকরাঝাড়ে বিজয় উৎসবে অংশগ্রহণ করার আগেই অবোরো প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর



দেবযানী, গুয়াহাটিঃ

কোকরাঝাড়ে বিজয় উৎসবে অংশগ্রহণ করতে এদিন সকালেই বড়ঝাড় গোপীনাথ বরদলৈ আন্তৰ্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সকাল প্রায় ৯.৩০সময় তিনি এক বিশেষ বিমান করে দিল্লি থেকে রওনা হন ।আর ১১.৩০ সময় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী বড়ঝাড়  বিমানবন্দরে পৌঁছান । সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীশ মুখী, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, রাজ্যের অৰ্থ তথা শিক্ষা মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সাথে দলীয় কর্মকর্তারা।  সেখান থেকেই তিনি কোকরাঝড় অভিমুখে রওনা হন। বায়ুসেনার বিশেষ ৩টি হেলিকপ্টার আগে থেকে তৈরি করা করে রাখা হয়েছিল । এই হেলিকপ্টার করেই প্রধানমন্ত্রী কোকরাঝার এর উদ্দেশ্যে রওনা হন । ওদিকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কোকরাঝাড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।  বিমানবন্দরে কিছু সময়ের জন্য অবোরো সংগঠনের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


বরঝাড় বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাক্ষাৎ করেন বিটিআরের অবোরো সংগঠনের একটি প্রতিনিধি দল। প্রধানমন্ত্রীকে সাক্ষাৎ করে অবোড় দের দাবি প্রসঙ্গে অবোরো প্রতিনিধিদলকে নেতৃত্ব দেওয়ার নব শরনীয়া বিষয়টি  প্রধানমন্ত্রীর সামনে উত্থাপন করেন। উল্লেখ্য যে ১২ ফেব্রুয়ারি বিটিআরে থাকা অবোরো লোকদের দাবি প্রসঙ্গে অসম সরকারের সাথে অবোরো নেতারা আলোচনাতে বসবে ।এ প্রসঙ্গে কোকরাঝড়ের সাংসদ নব শরনীয়া বলেন যে প্রধানমন্ত্রীকে খুব সংক্ষেপে অবোরোদের নিরাপত্তা, ভূমি অধিকার এবং অন্যান্য জরুরী বিষয় গুলি অবগত করানো হয়েছে। প্রথমবার সরকার অবোরো সংগঠনের প্রতি আগ্রহ দেখিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন ।বিটিআরে ৭০ % শতাংশ লোকই অবোরো বলে উল্লেখ করে তিনি বলেন যে ,সেই সমস্ত লোকদের দাবী আর অধিকার সম্বন্ধে সরকারের অনেক কিছু করণীয় রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.