Header Ads

ফিল্মফেয়ার: যানবাহনের ব্যাপক পরিবর্তন

নয়া ঠাহর প্রতিবেদন:
 শনিবারের দিনটি গুয়াহাটিতে অনুষ্ঠিত হতে চলেছে ৬৫ তম ফিল্মফেয়ার পুরস্কার প্রদান অনুষ্ঠান। ইতিমধ্যে বলিউডের অনেক তারকা মহা তারকা এসে ভীড় করেছে গুয়াহাটিতে। সুতরাং যথেষ্ট লোকের সমাগমের আশঙ্কা নিশ্চিত করা হয়েছে। এর প্রতি লক্ষ্য রেখে আসাম পুলিশ যানবাহন নির্দেশনার ক্ষেত্রে কতগুলো ব্যবস্থা গ্রহণ করেছে। বৈধ কার্ড পাস থাকা  লোকেদের বাহন স্টেডিয়ামে ভিতরে প্রবেশ করতে পারবে। ইতিমধ্যে আয়োজকরা এই কার্ড বিতরণ করেছে।এছাড়া বাকী লোকেদের রংমন পয়েন্টে গাড়ী থেকে নামতে লাগবে আর পায়ে হেঁটে মুখ্য স্থান পর্যন্ত যেতে লাগবে।মূল স্টেডিয়ামের বাইরে ২৭টা পার্কিং স্থান করা হয়েছে।লখড়া দিকের থেকে আসা বাস সমূহ যাত্রীদের সার্ভিস রোডে নামিয়ে দিয়ে পার্কিংয়ের জন্য বেহারবারীর দিকে  যেতে লাগবে।ঠিক সেভাবে খানাপারা দিক থেকে আসা বাস সমূহ পার্কিংয়ের জন্য যেতে লাগবে লখড়রার দিকে। পার্কিংএর ক্ষেত্রে যানবাহন পুলিশ সহায়তা করবে। সমস্ত দর্শকই ১/এ,১বি,আর ১সি নম্বর গেট দিয়ে প্রবেশ করতে লাগবে। সাউথকুচি থেকে হকি স্টেডিয়ামের পাথটিতে কোন লোক প্রবেশ করতে পারবে না ।এই।পথটি অবশ্য স্থানীয় লোক ,পুলিশ প্রশাসন এবং জরুরী কালীন সেবার জন্য খোলা থাকবে । দর্শকদের ৩.৪৫ বাজার আগেই প্রবেশ করতে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.