Header Ads

মুখ্যমন্ত্রী লক্ষীনাথ বেজবরুয়ার প্রতিমূর্তি উন্মোচন করলেন, পশ্চিমবঙ্গে সঙ্গে অসমের সংস্কৃতির সম্পর্কের কথা স্মরণ করলেন হিমন্তবিশ্ব শর্মা




নয়া ঠাহর, কলকাতা : আজকে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, অসমের বিশিষ্ট সাহিত্যিক লক্ষীনাথ বেজবরুয়ার প্রতিমূর্তি উন্মোচন করেন এবং সেই সঙ্গে কলকাতায় দ্বিতীয় অসম ভবনের দ্বারোদ্ঘাটন করেন হিমন্ত বিশ্ব শর্মা অসমের সঙ্গে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক সম্পর্কের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি জানান, দিল্লিতে দ্বিতীয় এক অসম ভবন নির্মাণ করা হবে চেন্নাইয়ে 15 কোটি টাকা ব্যয় করে অসম ভবন নির্মাণ করা হচ্ছে বাঙ্গালোর, ভেলোরেও অসম নির্মাণের কাজ চলছে, পুনে এবং চণ্ডীগড়ে নির্মাণ করা হবে অসম ভবন পশ্চিমবঙ্গের সঙ্গ তুলনা করে বলেন, পশ্চিমবঙ্গের থেকে অসম বহু ক্ষেত্রে এগিয়ে আছে অসমে 18টি কেন্সার হাসপাতাল নির্মাণ করা হবে অসমের কেন্সার হাসপাতালে 75 কোটি টাকার মূল্যবান মেশিন আছে, তা কম রাজ্যেই আছে রাজ্যে 11 হাজার কিলোমিটার রাস্তা তৈরি করা হচ্ছে সরকারের লক্ষ্য 61 হাজার কিলোমিটার রাস্তা তৈরি করা সরুসোজাইয়ের মতো 55টি স্টডিয়াম তৈরি করার কাজ চলছে 2 লক্ষ ছাত্রকে বিনা পয়সায় ভর্তির ব্যবস্থা করা হয়েছে এবং বিনা পয়সায় পাঠ্যপই দেওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রধানমন্ত্রী অটল অমৃত যোজনায় 60 হাজার রোগীর কিডনি এবং কেন্সার চিকিসার ব্যাবস্থা করা হয়েছে, 5 হাজার শিশুকে বাঙ্গালোরে হার্টের চিকিসার জন্য পাঠানো হয়েছে স্বাস্থ, শিক্ষা এবং পূর্তবিভাগের সামগ্রিক উন্নয়নের তথ্য তুলে ধরে বলেন, অসমে আরমা উন্নয়নের স্বর্গে বাস করছি, কিন্তু আমাদের ভালো প্রচার হয়না, শুধু নেতিবাচ প্রচার করা হয়

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.