Header Ads

বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ প্রণব কুমার গগৈ, প্রাক্তন আসু নেতা গোলাম মুর্তজা আহমেদ চলে গেলেন



অমল গুপ্ত, গুয়াহাটি : অসম বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ প্রণব গগৈ 84 বছর বয়সে মারা গেলেন, গতকাল রাতে গুয়াহাটির এক প্রাইভেট হাসপাতালে মারা যান, অসমীয়া খিলাঞ্জিয়ার প্রকৃত সংগ্যা নির্ণয় করে বিধানসভায় পেশ করেছিলেন। তরুণ গগৈ সরকার তা বিধানসভায় পাশ করতে দেননি। শিবসাগর বিধানসভা থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন, তিনি চারবার বিধায়ক পদে জয়লাভ করেন। আজ বিধানসভায় এক শোক সভায় অধ্যক্ষ হিতেন্দ্র নাথ গোস্বামী, ডেপুটি স্পিকার আমিনুল ইসলাম লস্কর, মন্ত্রী ফণীভূষণ চৌধুরী, বৃন্দাবন গোস্বামী, প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ প্রমুখ শোক প্রকাশ করেন। আজ শেষ কৃত্যের জন্যে প্রণব কুমার গগৈয়ের মৃতদেহ শিবসাগর নিয়ে যাওয়া হয়। আজ সেখানে রাষ্ট্ৰীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা প্রমুখ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। পূর্বাঞ্চল লোকপরিষদের প্রাক্তন নেতা তথা আসুর প্রাক্তন সাংগঠনিক সম্পাদক গোলাম মুর্তজা আহমেদ  গতকালই মারা যান,  তার মৃত্যতে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা গভীর শোক প্রকাশ করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.