Header Ads

সমুদ্রের বুকে থাবা করোনাভাইরাসের , সংক্রমণ থেকে বাঁচানোর জন্য করুণ আর্জি জাহাজের ভারতীয় মহিলা অফিসারের

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ ১৩ ফেব্রুয়ারি
কোয়ারেন্টাইন করে রাখা প্রমোদতরী ডায়মন্ড এক্সপ্রেস ক্রমশই বিভীষিকা হয়ে দাঁড়াচ্ছে জাহাজটিতে থাকা মানুষের জন্য । করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে জাহাজটিতে । কিন্তু, উদ্ধারকারী দলের দেখা নেই। জাহাজের যাত্রীদের কেবিন বন্দী করে রাখা হয়েছে  । জাহাজে আক্রান্ত যাত্রীদের আইসোলেশন কেবিনে বন্দী করে রাখা হয়েছে  । নেই কোনও চিকিৎসার সুব্যবস্থা ।
প্রতীকী ছবি, সৌঃ আন্তর্জাল
সামাজিক যোগাযোগ মাধ্যমকে হাতিয়ার করে বর্তমানে বাঁচার মরিয়া চেষ্টা চালাচ্ছেন যাত্রীরা ।


জাহাজের নিরাপত্তার দায়িত্বে থাকা ভারতীয় মহিলা অফিসার ২৪ বছরের সোনালি  ঠক্কর জানিয়েছেন, যেকোনো মুহূর্তে তাঁরা করোনাভাইরাসের  আক্রমণে পড়তে পারেন । জাহাজে খুব দ্রুতগতিতে ভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে । সরকারের কাছে করুণ আর্তি জানিয়েছেন সোনালি, তাঁদের দ্রুত উদ্ধার করে বাড়ি ফেরাতে ।

জাহাজটিতে বর্তমানে ১৭৫ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে । দিন কয়েক আগে একটি ভিডিও বার্তায় জাহাজ থেকে জাহাজের এক বাঙালি ক্রু মেম্বার বিনয় কুমার সরকার সহ পাঁচ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করে, জাহাজে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর আর্জি জানিয়েছিলেন ।

জাহাজের ১৬০ জন ভারতীয় ক্রু মেম্বারের মধ্যে দুজনের ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলেছে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.