Header Ads

চিনে করোনা ভাইরাসে আক্ৰান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে এখনও পৰ্যন্ত মৃত্যু হয়েছে ৬ চিকিৎসকের

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ

চিনে করোনা ভাইরাসে আক্ৰান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে এখন পৰ্যন্ত মৃত্যু হয়েছে ৬ জন চিকিৎসকের। করোনায় আক্ৰান্ত হয়েছেন ১ হাজার ৭০০ জনেরও বেশি চিকিৎসক এবং নাৰ্স।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
মাৰ্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর একপ্ৰতিবেদনে বলা হয়েছে- চিনে সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক নাৰ্সরাও দ্ৰুত করোনাভাইরাসে আক্ৰান্ত হচ্ছেন। চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের হিসেব মতে- শুক্ৰবার পৰ্যন্ত করোনায় আক্ৰান্ত হয়ে ৬ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। দেশ জুড়ে আক্ৰান্ত হয়েছে কমপক্ষে ১ হাজার ৭১৬ জন চিকিৎসক এবং নাৰ্স। আক্ৰান্তদের মধ্যে ১১০২ জনই হুবেই প্ৰদেশের। এই প্ৰথম আক্ৰান্ত চিকিৎসকদের সংখ্যা প্ৰকাশ করল চিন। আক্ৰান্ত রোগীদের চিকিৎসা পরিষেবা দিয়ে সুস্থ করে তোলার দায়িত্ব চিকিৎসকদের। অথচ চিকিৎসকরাই এই রোগে আক্ৰান্ত হয়ে তাদের চিকিৎসা নিতে হচ্ছে। ফলত স্বাভাবিকভাবেই বিষয়টি উদ্বিগ্ন সৃষ্টি করেছে চিনা প্ৰশাসনের। এদিকে করোনা ভাইরাসে আক্ৰান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দেড় হাজারের কাছাকাছি গিয়ে পৌঁছেছে। বৃহস্পতিবার একই দিনে চিনে মারা গেছে ২৪২ জন। আক্ৰান্ত হয়েছে প্ৰায় ৬৫ হাজার মানুষ ।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.