Header Ads

সার্সকেও ছাপিয়ে গেল করোনা ভাইরাস, পরিস্থিতি এখনও আশঙ্কাজনক

নয়া ঠাহর ওয়েব ডেস্ক --9 ফেব্রুয়ারি

সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম ( সার্স ) ২০০২-০৩ সালে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছিল বিশ্ব  জুড়ে । সার্সের জেরে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছিল ৭৭৪ জনের । সেখানে করোনা ভাইরাসের আক্রমণের জেরে শুধুমাত্র চিনেই মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮০০ -এর উপর।

ছবি, সৌঃ আন্তৰ্জাল
কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে । সংখ্যাটা দাঁড়িয়েছে প্রায় ৩৭ হাজার ২০০  জনে । চিনের বাইরেও আক্রান্তের সংখ্যা খুব কম নয় । প্রায় ৩০০ জন আক্রান্ত হয়েছেন কোরোনা ভাইরাসে চিনের বাইরে ।

কোরোনা ভাইরাসের আঁতুড়ঘর চিনের উহান ও তার আশেপাশের শহরগুলিতে প্রায় ৫ কোটি মানুষকে কোয়ারেন্টাইন করেছে চিন। উদ্বেগ বাড়ছে সে সব অঞ্চলের মানুষের মধ্যে ।


বিশ্ব স্বাস্থ্য সংস্থা  (হু) বলেছে , গত চারদিনে চিনের হুবেই প্রদেশে পরিস্থিতি একটু আয়ত্বে এসেছে । তবে, আশঙ্কার মাত্রাটা কমেনি এখনও। মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.