Header Ads

2 মার্চ বিধানসভার বাজেট অধিবেশনে এবার রাজ্যপাল উপস্থিত থাকবেন না


অমল গুপ্ত, গুয়াহাটি : অসম বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে 2 মার্চ থেকে, চলবে 27 মার্চ পর্যন্ত। অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আগামী 4 মার্চ বাজেট পেশ করবেন। আজ বিধানসভায় বিজনেস এডভাইসরী কমিটির বৈঠকে বিধানসভার দিনক্ষণ নির্দ্ধারিত হয়। বিধানসভার প্রধান সচিব মৃগেন্দ্র কুমার ডেকা আজ এই প্রতিবেদককে বিধানসভার কার্যক্রম জানিয়ে বলেন, এবার বাজেট অধিবেশনে কিন্তু রাজ্যপালের ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু হবে না। বছরের প্রথম অধিবেশনে রাজ্যপাল সাংবিধানিক রীতি নীতি মেনে উপস্থিত থাকেন একবারই, তপশীলভুক্তদের সংসদ, বিধানসভায় 10 বছরের জন্য সময় বৃদ্ধির অনুমোদন জানানোর জন্য জানুয়ারি মাসে একদিনের বিশেষ অধিবেশন বসেছিল, তখন রাজ্যপাল উপস্থিত ছিলেন। তাই মার্চের বাজেট অধিবেশনে রাজ্যপাল উপস্থিত থাকবেন না। তিনি জানান, 2 মার্চ থেকে 19 মার্চ পর্যন্ত অধিবেশন হবে। তারপর আবার 20 মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত বিধানসভা বসবে। প্রধান সচিব জানানকার্যত বিধানসভা না থাকলেও 7 মার্চ থেকে 19 মার্চ পর্যন্ত 13 দিন সরকারের সব বিভাগের কাজকর্ম সম্পর্কিত বৈঠক যথারীতি চলবে, বিধানসভার বাইরে, সেখানে বিধায়ক, মন্ত্রী, অফিসাররা উপস্থিত থাকবেন। বিধানসভার সময় সীমা 26 দিন হলেও, অধিবেশনের কার্যকাল হবে 12 দিন। 6 মার্চ রাতেও অধিবেশন চলবে। শেষের দিন 27 মার্চ হলেও 1, 2 দিন সময়সীমা বাড়তে পারে বলে তিনি জানান। এবার বিধানসভায় বেশকিছু গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হতে পারে। বিজেপি সরকার রাজ্যের বেসরকারি বিশেষভাবে ইংরেজি মাধ্যমের বিদ্যালয়গুলির লাগামছাড়া  মাশুল নিয়ন্ত্রণে বিল এনেছিলতা আজও বাস্তবায়ন হয়নিনেশাজাতীয় তামাক, সিগারেট গুটকা প্রভৃতি নিষিদ্ধ করার বিল এনেছিল, কিন্তু আজও বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ উঠেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.