Header Ads

ক্ষেপনাস্ত্র হামলার ফলেই দুর্ঘটনা হয়েছিল ইউক্রেনের পিএস৭৫২ বিমানটির


নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ গত বুধবার তেহরান থেকে ১৭৬ জন যাত্রী নিয়ে ইউক্রেনের পিস৭৫২ বিমানটি উড়েছিল। বিমানটি ওড়ার কিছুক্ষনের মধ‍্যেই ভেঙে পড়ে।  ক্ষেপনাস্ত্র হামলাতেই দুর্ঘটনা হয়েছিল ইরানের তেহরানের বিমানটি। ভিডিও ফুটেজ সামনে এনে এমনটাই দাবি করল কানাডা। নিউইয়র্ক টাইমসের দাবি, বিমানটি ভেঙে পড়ার আগে দ্রুত গতির কিছু একটা বস্তু বিমানের দিকে উড়ে যেতে দেখা গেছে। সেটি আঘাত হানার ফলেই বিমানটি বিস্ফোরণ হয়।
সেই ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছে কানাডার গোয়েন্দা বিভাগ। 
ছবি, সৌঃ আন্তর্জাল
ইউক্রেনের নিরাপত্তা মন্ত্রকের মুখপাত্র সন্ত্রাসবাদী হামলার দিকেই ইঙ্গিত করেছেন। রাশিয়ার তৈরি টর জাতীয় ক্ষেপনাস্ত্র ছুড়েই বিমানটি ধ্বংস করা হয়েছে বলে তারা দাবি করছে। এদিকে বিমানটির ভেঙে পড়া ব্ল‍্যাক বক্স দিতেও রাজি নয় ইরান। দুর্ঘটনায় সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা দাবি করছে। বিমানটিতে ৮২ জন ইরানি, ১১ জন ইউক্রেনীয়, ১০ জন সুইস, ৪ আফগান, ৬৩ জন কানাডীয়, ৩ ব্রিটিশ, ৩ জার্মান নাগরিক ছিলেন।সব যাত্রীরই মৃত‍্যু হয় ওই দুর্ঘটনায়। পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.