Header Ads

লোকারণ্য কাটাখাল সৎসঙ্গ বিহার প্রাঙ্গণ




শুভ সুন্দর দেব চৌধুরী, কাটাখাল: শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দের 34তম শ্রীমন্দির প্রতিষ্ঠা বার্ষিকী মহোৎসব গত শনিবার ও রবিবারে সৎসঙ্গ বিহার কাটাখাল হয়ে গেল। দুদিনের অনুষ্ঠাসূচীর মধ্যে রবিবারের অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে আগত ইষ্ঠপ্রাণ সৎসঙ্গীবৃন্দের উদ্যোগে সাড়ম্বরে পালিত হল শ্রীমন্দির প্রতিষ্ঠা বার্ষিকী  মহোৎসব। সেদিন লোকে লোকারণ্য ছিল কাটাখাল সৎসঙ্গ বিহার। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানসূচীর মাধ্যমে দিনটি পালন করা হয় উৎসাহ উদ্দীপনায়। সকাল 10-30 মিনিটে বর্ণ্যাট্য শোভাযাত্রা শ্রীশ্রীঠাকুর, শ্রীশ্রীবড়মা, শ্রীশ্রীবড়দার প্রতিকৃতি নিয়ে। দুপুর 12টা থেকে প্রসাদ বিতরণ হয়। 2-30 মিনিটে "যুগ সমস্যা সমাধানে শ্রীশ্রী ঠাকুর অনূকূলচন্দ্র" নিয়ে ধর্মসভায় আলোচনা করা হয়। সভাপতিত্ব করেন সজলকান্তি দাস সহপ্রতিঋত্বিক। বিশিষ্ট বক্তা ছিলেন শিলচর থেকে আগত দেবল বিশ্বাস ও শিলং থেকে আগত বিশ্বজিৎ দেব সহপ্রতিঋত্বিক। তারপর সন্ধ্যা প্রার্থনা, নামজপ, ধর্মগ্রন্থাদি পাঠ, অর্ঘ্যঞ্জলি সহ প্রনামপর্ব, আরতি, আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ভাবগম্ভীর পরিবেশে মেতে উঠেছিল সৎসঙ্গ বিহার প্রাঙ্গণ। উৎসবকে কেন্দ্র করে মন্দিরের পার্শবর্তী এলাকায় মেলার মধ্যে শ্রীশ্রীঠাকুরের নানান ধর্মগ্রন্থ, পূজাঅর্চণার সামগ্রী, ফোটর দোকানপাট  ও খাওয়ার স্টল আদি বসেছিল। এছাড়া, কাটাখাল পুলিশ প্রশাসন ও যথেষ্ট সক্রিয় ছিল। ত‍ৎপর উৎসব পরিচালনা মণ্ডলির পক্ষ থেকে স্থানীয় জণসাধারণ ও পুলিশ প্রশাসনকে সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। "বন্দেপুরুশতমম্" ধ্বনি দিয়ে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.