Header Ads

সরকার সবকিছু নিয়েই আলোচনায় রাজি-- সর্বদলীয় বৈঠকে বললেন মোদী

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 30 জানুয়ারি
বৃহস্পতিবার বাজেট অধিবেশনের আগে হওয়া সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সরকার সবকিছু নিয়েই আলোচনায় রাজি। সর্বদলীয় বৈঠকের পর সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন, তিনি বিরোধীদের বক্তব্য শুনতে রাজি । যে কোনও বিষয় নিয়েই আলোচনা হতে পারে । প্রহ্লাদ যোশী আরো বলেন , বিরোধীদের ভাবা দরকার, গণতান্ত্রিক প্রক্রিয়া মেনেই নাগরিকত্ব আইন সংশোধিত হয়েছে ।


ছবি, সৌঃ আন্তৰ্জাল
প্রহ্লাদ যোশীর বক্তব্যের পর প্রশ্ন উঠছে, তবে কী মোদী নাগরিকত্ব আইন নিয়ে আলোচনা করতে পারেন? এর আগে কিন্তু ভিন্ন সুর ধরা পড়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথায় । কয়েকদিন আগে অমিত শাহ লখনউতে বলেছিলেন, যে যতই আন্দোলন করুক, আমরা ভয় পাচ্ছি না । আর এই আইন প্রত্যাহারেরও কোনও প্রশ্ন নেই । এই থাকবে । পিছিয়ে আসার কোনও জায়গা নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.