Header Ads

জম্মু-কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা পুনর্বিবেচনার নির্দেশ শীর্ষ আদালতের


 ছবি, সৌঃ আন্তর্জাল
নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 10 জানুয়ারি
জন্মু ও কাশ্মীরে প্রায় মাস পাঁচেক ধরে অচল রয়েছে ইন্টারনেট পরিষেবা । শুক্রবার ইন্টারনেট সহ আরও   যেসব নিষেধাজ্ঞা চালু রয়েছে উপত্যকা জুড়ে তা পুনর্বিবেচনার নির্দেশ দিল শীর্ষ আদালত  । ইন্টারনেটের অধিকার বাকি স্বাধীনতার অংশ বলে আরো একবার মনে করিয়ে দিল শীর্ষ আদালত ।


সুপ্রিম কোর্টের বিচারপতি এনভি রামানা বলেন, এই ধরণের নিষেধাজ্ঞা স্বল্প সময়ের জন্য প্রয়োগ করা যেতে পারে । সেইসঙ্গে এটা বিচার বিভাগীয় পর্যালোচনারও বিষয় । কিন্তু এতদিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখা মানে উপত্যকার বাসিন্দাদের বিছিন্ন করে রাখা । তাই ইন্টারনেট বন্ধ রাখার বিষয়টি অবিলম্বে পুনর্বিবেচনা করতে হবে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.