Header Ads

চিঁড়ের সঙ্গে বাংলাদেশিদের যোগ খুঁজে পেয়ে নেটিজেনদের তোপের মুখে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 24 জানুয়ারি
চিঁড়ের পোলাও সহ চিঁড়ের নানা পদ বাঙালিদের প্রিয় । বাঙালির পুজোয় দধিকর্মাও জরুরি, দধিকর্মার সঙ্গে জড়িয়ে রয়েছে চিঁড়ে । সেই চিঁড়ে খাওয়ার সঙ্গে এবার বাংলাদেশিদের যোগাযোগ খুঁজে পেয়েছেন বিজেপি নেতা   কৈলাস বিজয়বর্গীয় । ইনি আবার পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত।
ছবি, সৌঃ আন্তর্জাল

কৈলাস বিজয়বর্গীয় এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে  বলেছিলেন, তাঁর বাড়িতে নতুন ঘর তৈরি হচ্ছে । সেখানে কিছু মিস্ত্রি কাজ করতে আসেন । তাঁরা একটা অদ্ভুত জিনিস খাচ্ছিলেন, চিঁড়ে । যা দিয়ে পোহা তৈরি হয় । তাতেই তাঁর সন্দেহ হয় মিস্ত্রিরা বাংলাদেশ থেকে এসেছেন । এতেই দুদিন পর তিনি কাজ করানোই বন্ধ করে  দিয়েছিলেন ।

কৈলাস বিজয়বর্গীয়র এই মন্তব্য ছড়িয়ে পড়তেই হৈ চৈ পড়ে যায় গোটা দেশে । নেটিজেনদের তোপের মুখে পড়েন তিনি । কেউ চিঁড়ে দিয়ে  তৈরি পদের ছবি পোস্ট করে বলেন, তিনি নিয়মিত পোহা খান। অসমের এক তরুণ লেখেন, অসমের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে চিঁড়ে । চিঁড়ে দিয়ে তৈরি নানা পদ উত্তর - পূর্বের অনেক রাজ্যেই সকালের জলখাবার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.