Header Ads

বিহু উৎসবের বড় খবর এন ডি এফ বি আলোচণা বিরোধী গোষ্ঠী ঘরে ফিরছে, সব কৃতিত্ব হাগ্রামা মহিলারির




নয়া ঠাহর প্রতিবেদনঃ আলফা র পর  ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অফ  বোরো ল্যান্ড এর আলোচনা বিরোধী গোষ্ঠীর এক বিরাট দল সরকারের সঙ্গে আলোচনার টেবিলে বসে সমঝোতার  জন্যে অস্ত্র ত্যাগ করে ফিরে এসেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেল।  বি টি সি প্রধান হাগ্রামা মোহিলারি র চেষ্টায় এন ডি এফ বির চেয়ারম্যান বি সরাই সাও গৌরার  নেতৃত্বে প্রায় 50 জনের এক দল নাগাল্যান্ডের মন জেলা থেকে অসমের উদ্দেশে রওনা হয়েছে বলে সূত্র টি জানান।   এন ডি এফ বি র 3000 ক্যাডার ইতিমধ্যে অস্ত্র ত্যাগ করে সরকারের কাছে আর্ত্মসমর্পন করেছে। প্রাক্তন নেতা রঞ্জন   দৈমারীও সরকারের সঙ্গে আলোচনায় আগ্রহের কথা জানিয়েছেন। তবে আলোচনা বিরোধী নেতা জি বিদাই গোষ্ঠীর স্থিতি জানা যায় নি। হাগ্রামা মহিলারি র ঘনিষ্ট সূত্র জানিয়েছে এন ডি এফ বি র আলোচনা বিরোধী সব সদস্য অস্ত্র ত্যাগ করে ঘরে ফিরে আসবে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্মানজনক শর্ত এ চুক্তি হবে। মন্ত্রী প্রমীলা রানী ব্রহ্ম হাগ্রামা মাহিলারির এই উদ্যোগ কে স্বাগত জানিয়ে বলেছেন, এবার আলফার আলোচণা বিরোধীদের সমাজজীবনে ফিরে আসা উচিত। অস্ত্র দিয়ে কোনও সমস্যার সমাধান সম্ভব নয়। অসমের বিহু উৎসবে বড় খবর এন ডি এফ বি র ফিরে আসা। এদিকে কা বিরোধী আন্দোলনের পুরোধা আসু র সভাপতি দীপাংক নাথ আজ ইঙ্গিত দিয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসে তারা এক আঞ্চলিক দল গঠন করবে। এই আন্দোলনের অন্যতম নেতা  তথা বিশিষ্ট গীতিকার জুবিন গার্গ প্রথম থেকে রাজনৈতিক দল গড়ার পক্ষে অভিমত পোষণ করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.