Header Ads

সাধ্বী প্রজ্ঞাকে পাঠানো হয়েছিল কেমিক্যাল লাগানো খাম । এর জেরে আটক আয়ুর্বেদিক চিকিৎসক আবদুল রহমান

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 19 জানুয়ারি
ফের সংবাদ শিরোনামে সাধ্বী প্রজ্ঞা । হিন্দুত্ববাদী নেত্রী গতবছর অভিযোগ করেছিলেন, তাঁকে দাহ্য কেমিক্যাল লাগানো খাম পাঠানো হয়েছে । সাধ্বীর অভিযোগের জেরে মধ্যপ্রদেশ  পুলিশ ওই খাম পরীক্ষাগারে পাঠিয়েছিল এবং প্রমাণ মিলেছে যে , ওই খামের গায়ে দাহ্য কেমিক্যাল লাগানো রয়েছে।
 
 ছবি, সৌঃ আন্তৰ্জাল
সাংসদ সাধ্বী প্রজ্ঞার অভিযোগের পর , আয়ুর্বেদিক চিকিৎসক আবদুল রহমানকে  আটক করেছে পুলিশ । প্রজ্ঞার অভিযোগের পর থেকেই নিজের চেম্বারে আসা বন্ধ করে দিয়েছিলেন আদতে মহারাষ্ট্রের বাসিন্দা ওই চিকিৎসক । শনিবার তাকে আটক করেছে পুলিশ । মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে ধৃত চিকিৎসকের কাছ থেকে কিছু বই , একটি ট্যাব ও দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে । ওই চিকিৎসক কোনও উগ্রপন্থী সংগঠনের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.