Header Ads

নির্ভয়ার অন্যতম ঘাতক মুকেশ সিংয়ের আর্জি খারিজ শীর্ষ আদালতে

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 29 জানুয়ারি

ফাঁসির সাজাপ্রাপ্ত নির্ভয়ার অন্যতম ঘাতক মুকেশ সিংয়ের আর্জি খারিজ হয়ে গেল শীর্ষ আদালতে । মুকেশের আইনজীবী অঞ্জনা প্রকাশ শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন, তাঁর  মক্কেল মুকেশ সিং তিহাড় জেলে যৌন নিপীড়নের শিকার হয়েছে । রাষ্ট্রপতি মুকেশের ক্ষমাভিক্ষার আর্জি নাকচ করার সময় অনেক বিষয়ের ওপর নজর দেননি । বুধবার শীর্ষ আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, জেলে কারও ওপর যদি অত্যাচার হয়ে থাকে, তবে, তার মানে এই নয় যে , রাষ্ট্রপতি তার ক্ষমাভিক্ষার আবেদন ফের নতুন করে বিবেচনা করবেন ।


আগামী ১ ফেব্রুয়ারি ভোর ছ'টায় নির্ভয়া মামলার চার আসামী পবন গুপ্তা, বিনয় কুমার শর্মা, অক্ষয় কুমার ঠাকুর ও মুকেশ সিংয়ের ফাঁসি হওয়ার কথা রয়েছে ।


ফাঁসির সাজা এড়াতে চার দোষী সব রকমের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে । বারবার ফাঁসি পিছিয়ে যাওয়ায় নির্ভয়ার মা আঙুল তুলেছেন দিল্লি সরকার ও তিহাড় জেল কর্তৃপক্ষের দিকে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.