Header Ads

দেশের ৪১% সম্পত্তি উচ্চবর্ণ হিন্দুদের কাছে আছে, আর মুসলিমদের কাছে মাত্র ৮%--আসাদউদ্দিন ওয়াইসি !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়ঃ

হায়দ্রাবাদ লোকসভার সাংসদ তথা সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) এর প্রধান আসাদউদ্দিন ওয়াইসি দাবি করেন যে, দেশের ৪১ শতাংশ সম্পত্তি উচ্চ বর্ণ হিন্দুদের কাছে আছে। একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এই কথা বলেন আসাদউদ্দিন ওয়াইসি।

সংবাদসংস্থা ANI-এর সূত্র অনুসারে ওয়াইসি বলেন, একটি পরিসংখ্যান অনুযায়ী উচ্চ বর্ণের হিন্দুদের কাছে দেশের মোট ৪১ শতাংশ সম্পত্তি আছে যেটা তাঁদের জনসংখ্যা অনুযায়ী ২২.২ শতাংশের দ্বিগুণ। উনি আরও বলেন, এরপর হিন্দু ওবিসিদের কাছে দেশের ৩১ শতাংশ সম্পত্তি আছে, সেটা তাঁদের জনসংখ্যার ৩৫.৬৬ শতাংশের কম।
ওয়াইসি বলেন, মুসলিমদের কাছে দেশের মোট সম্পত্তির ৮ শতাংশ আছে। উনি বলেন, মুসলিমদের জনসংখ্যা দেশে ১২ শতাংশ। উনি আরও বলেন, ২৭ শতাংশ জনসংখ্যার তুলনায় SC আর STদের কাছে ১১.৩ শতাংশ সম্পত্তি আছে। উনি বলেন, সবথেকে বেশি টাকা অন্য জায়গায় আছে, যেটা সম্পূর্ণ ভাবে একটি রাজনৈতিক দলের সংরক্ষণে আছে আর তাঁরা সেই টাকা নির্বাচনে খরচ করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.