Header Ads

শ্রীগৌরী মাধবধামে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উৎসব


নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর : আজ ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন৷ হিন্দু জাগরণ মঞ্চ দক্ষিণ প্রান্তের আহ্বানে  রবিবার এ উপলক্ষে শ্রীগৌরী মাধবধামে এক বিশেষ কার্যসূচীর আয়োজন করা হয়। কমিটির পরিচালনায়  বর্ণাঢ্য প্রভাতফেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ বর্ণাঢ্য প্রভাতফেরি ছিল দেখার মতো৷ স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা, অভিভাবক, গ্রামের সাধারন মানুষ এই  বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন৷ বিবেকানন্দ প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা, গান-গল্প কবিতা-নাটক, বস্ত্রদান  সহ বিভিন্ন বয়সী ছেলে মেয়েদের ক্যুইজ ও অঙ্কন প্রতিযোগিতা ওসারা দিন ব্যাপী   বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ।অস্থায়ী মঞ্চে দিনভর স্বামীজিকে নিয়ে চলে আলোচনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জের জেলা শাসক  আন্বামুথান এমপি সহ অর্থমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার  দাদা দিগন্ত বিশ্বশর্মা।  তিনি স্বামীজীর জীবনের বিভিন্ন দিক উল্লেখ করেন এবং আজকের দিনে বিবেকানন্দের সহ অন্যান্য মনীষীদের জীবনী চর্চার প্রাসঙ্গিকতা সুন্দরভাবে ব্যাখ্যা করেন।যুব  সম্মেলনে  উপস্থিত ছিলেন হিন্দু জাগরণ মঞ্চের  দক্ষিণ আসাম প্রান্তের সভাপতি রণজয় নাথ ও দক্ষিণ আসাম, ত্রিপুরা প্রান্তের সংগঠন মন্ত্রী বিজয় পালরাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত সংঘ চালক সভাপতি জোসনাময় চক্ৰবৰ্তী, দেবজ্যোতি দাস, আইনী উপদেষ্টা বিশ্ববরণ বরুয়া সহ অন্যান্য কর্ম কর্তারা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.