Header Ads

প্রজাতন্ত্র দিবসে 5 জায়গায় বোমা বিস্ফোরণ, মুখ্যমন্ত্রী বললেন এটা কাপুরুষের কাজ


অমল গুপ্ত, গুয়াহাটি : কাছাড় এবং জাগিরোড পেপার মিল দুটির নিলাম প্রক্রিয়া শুরু হয়ে গেছে, পুনর্জীবনের আর সম্ভাবনা নেই। এরপরও আজ 71তম প্রজাতন্ত্র দিবসে রাজ্যপাল জগদীশ মুখী তার 9 পৃষ্টাব্যাপি লিখিত ভাষণে প্রায় 4 বছর থেকে বন্ধ পেপার মিল পুনর্জীবনের আশ্বাস দিলেন। তিনি জানান, বেসরকারি বিদ্যালয়গুলিতে অসমীয়া সাবজেক্ট বাধ্যতামূলকভাবে করা হবে। এর জন্য বিধানসভায় আইন প্রণয়ন করা হবে। প্রসঙ্গত, শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা গতকাল শনিবার জানানসরকারি বিদ্যালয়গুলিতে অসমীয়া সাবজেক্ট বাধ্যতামূলক করা হবে। অসমীয়া ভাষা না জানলে সরকারি চাকরি পাওয়া যাবে না। গুয়াহাটি খানাপাড়া ময়দানে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল প্রমুখদের উপস্থিতিতে রাজ্যপাল জাতীয় পতাকা উত্তোলন করে আরও বলেন,  1 লক্ষ ভূমিহীন মানুষকে জমির পাট্টা দেওয়া হবে। অসম-বাংলাদেশ সীমান্ত সিল করা হবে।  চারাইদেও  ক্ষেত্রকে বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে গড়ে তোলা হবে। আহোম রাজাদের সমাধিস্থল এই ক্ষেত্র। রাজ্যের 160টি সত্ৰ এবং ধর্মস্থানকে ঘিরে ধর্ম সফরের ব্যবস্থা করা হবে। আজ প্রজাতন্ত্র দিবসে মুখ্যমন্ত্রীর জেলা ডিব্রুগড়ে দুটি, সোনারী, দুলিয়াজানে, ডিগবয় আই ই ডি বিস্ফোরণ ঘটে কেউ আহত হয়নি। ডি.আই.জি. পি. কে. ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করে আলফা(স্বা.) এই ঘটনার পেছনে আছে বলে সন্দেহ করেন। পরে আলফা অবশ্য এই বিস্ফোরণের দায়িত্ব গ্রহণ করেন। আলফার স্বঘোষিত কমান্ডার ইন চিফ পরেশ বরুয়া আজ এক টিভি চ্যানেলকে বলেছেন, আলফার কোনো ক্যাডার অস্ত্র সংবরণ করেনি, সরকার মিথ্যা দাবি করছে। মুখ্যমন্ত্রী আজ আলফার বোমা বিস্ফোরণকে কাপুরুষচিত কাজ বলে অভিহিত করে ধিক্কার জানিয়ে যেকোনো ভাবে অপরাধীকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.