Header Ads

স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা 1100 স্টাফ নার্স ও সার্ভিলেন্স কর্মীকে নিয়োগপত্র দিলেন, শিলচর থেকে 200 স্টাফ নার্স নিয়োগ করা হবে বলে মন্ত্রী জানালেন



অমল গুপ্ত, গুয়াহাটি : অসমে 2025 সালের মধ্যে প্রতি জেলার সদরে একটি করে মেডিক্যাল কলেজ স্থাপন করা হবে, শুধু ভিত্তিপ্রস্তর স্থাপন নয়,  মেডিক্যাল কলেজ শুরু হয়ে যাবে। রাজ্যে 19টি ক্যান্সার হাসপাতাল স্থাপনের প্রকল্পের মধ্যে 9টি হাসপাতালের কাজ আরম্ভ হয়েছে। আজ এক সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এই ঘোষণা করে 728 জন স্টাফ নার্স ও 400 জন সার্ভিলেন্স কর্মীর নিয়োগপত্র প্রদান করেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযুষ হাজারিকা ও অন্যান্যদের উপস্থিতিতে গুয়াহাটি মেডিক্যাল কলেজ প্রেক্ষাগৃহের সাংবাদিক সম্মেলনে হিমন্ত বলেন, শ্রীঘ্রই আরও 400 স্টাফ নার্সের চাকরির জন্যে সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হবে। তার মধ্যে 200 জন শিলচর থেকে নেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ডাক্তার নার্সদের পরামর্শ দেন,  শুধু চাকরি নয়, সেবার মনোভাব নিয়ে কাজ করার জন্যে। তিনি বলেন, সাধারণ গরিব পরিবারের মহিলারা প্রসূতিরা হাসপাতালে এলে ডাক্তার নার্সরা ভালো ব্যাবহার করেন না বলে অভিযোগ পাওয়া যায়। 2015 সাল পযন্ত 70 ভাগ মহিলা হাসপাতালে আসতেন এখন 95 ভাগ প্রসূতি হাসপাতালে আসেন, সুনিশ্চিত করতে হবে তাদের প্রতি যেন ভাল ব্যাবহার, ভালো চিকিৎসা দেওয়া হয়। আগামীকাল সংসদে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন।  অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন,  এবার অসম বহু টাকা পাবে, উপকৃত হবে অসমবাসী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.