Header Ads

অসমীয়া, বড়ো সাহিত্য সভা কে ১৫ কোটি টাকার তহবিল, এক হাজার লেখক কে ৫০ হাজার টাকা করে এককালীন অনুদান



নয়া ঠাহর প্রতিবেদনঃ‘কা’ বিরোধী আন্দোলনকারীদের প্রধান অভিযোগ অবৈধ অনুপ্রবেশকারীদের চাপে অসমের ভাষা সংস্কৃতি বিপন্ন হয়ে পড়বে, সেই অভিযোগ কে মাথায় রেখে অসম সরকার আজ অসমীয়া, বড়ো, অন্যান্য খিলাঞ্জিয়া ভাষার সাহিত্য সভা গুলিকে  আর্থিক সাহায্যের জন্যে এক কর্পাস ফান্ড তৈরি করে প্রায় ২০ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনওয়াল। অসম সাহিত্য সভাকে ১০ কোটি এবং বড়ো সাহিত্য সভাকে ৫ কোটি ও মিসিং, তিওয়া প্রভৃতি খিলাঞ্জিয়া সাহিত্য সভাকে দেওয়া হবে। এই তহবিল থেকে অসম সাহিত্য সভা বছরে ৮০ লাখ, বড়ো সাহিত্য সভা বছরে ৪০ লাখ টাকা বছরে সুদ পাবে। নতুন ১০০০ লেখককে এককলিন ৫০ হাজার টাকা করে সরকার দেবে। সব জনগোষ্ঠীর মানুষ কে এই  টাকা দেবে সরকার। আজ মুখ্যমন্ত্রীর সরকারি আবাস ব্রহ্মপুত্র গেস্ট হাউসে ২২ টি খিলাঞ্জিয়া সাহিত্য সভার প্রতিনিধিদের উপস্থিতিতে এই তহবিল গড়ার প্রস্তাব গ্রহণ করা হয়। ভাষা গৌরব কর্মসূচির অধীনে এক হাজার নতুন লেখক আর্থিক পাবে। শিল্প মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারী , প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের কমিশনার সচিব প্রীতম সইকিয়া, উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.