Header Ads

অবশেষে জামিনে মুক্তি পেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম


নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ
অবশেষে জামিনে মুক্তি পেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা কংগ্রেসের শীর্ষ নেতা পি চিদম্বরম। ইডি-র আইএনএক্স মিডিয়া মামলায় তাঁর জামিনের আবেদনে সম্মতি দিয়েছে শীর্ষ আদালত। শীর্ষ আদালতের বিচারপতি আর ভানুমতি, এস বোপান্না এবং ঋষিকেষ রায়ের বেঞ্চ চিদম্বরমের জামিনের আবেদন মঞ্জুর করেছে। ২ লক্ষ টাকার ব‍্যক্তিগত  বন্ডে জামিন দেওয়া হয়েছে তাঁকে। 


আদালতের এই রায়ের পর তাঁর ছেলে কার্তী চিদম্বরম টুইট করে বলেছেন - 'অবশেষে ১০৬ দিন পর'।
চিদম্বরম মুক্তি পেলেও সাক্ষীকে প্রভাবিত করা বা প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারবেন না। এ ছাড়াও  জনসমক্ষে বা সাংবাদিকদের সামনে বিবৃতি দেওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে শীর্ষ আদালতের।
এছাড়াও সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া তিনি আপাতত দেশ ছেড়ে কোথাও যেতে পারবেন না।  
 গত ২১ আগস্ট সিবিআই য়ের হাতে গ্রেফতার হয়েছিলেন চিদম্বরম। তারপর তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে ইডি। তারপর থেকেই তিনি তিহার জেলে ছিলেন। তাঁর মুক্তিতে স্বাভাবিকভাবেই খুশি কংগ্রেস নেতারা। তাদের মতে এটা সত‍্যের জয় হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.