Header Ads

আইপিসি, সিআরপিসিতে পরিবর্তন চায় কেন্দ্র, এবার দেশে হবে পুলিশ বিশ্ববিদ্যালয়, ঘোষণা অমিতের

বিশ্বদেব চট্টোপাধ্যায় : কেন্দ্র সর্বভারতীয় পর্যায়ে পুলিশ বিশ্ববিদ্যালয় এবং ফরেনসিক সায়েন্স বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চায়। পুনেতে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যগুলিতে এই বিশ্ববিদ্যালয়ের দুটি অনুমোদন প্রাপ্ত কলেজও থাকবে। একইসঙ্গে বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে, আইপিসি ও সিআরপিসিতে পরিবর্তন আনার ব্যাপারে জোর দিয়েছেন তিনি।
নাগপুরে রাজ্যের পুলিশ প্রধান এবং আইজিদের বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন অমিত শাহ। এবছর এই বৈঠকের আয়োজন করা হয়েছে পুনের ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের প্রাঙ্গনে।
এক ছাদের তলায় দেশের সব রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিককে দেখে বৈচারিক কুম্ভ বলে বর্ণনা করেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী এই অনুষ্ঠানে বলেন, কেন্দ্র সর্বভারতীয় পর্যায়ে পুলিশ বিশ্ববিদ্যালয় এবং ফরেনসিক সায়েন্স বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চায়। আইপিসি ও সিআরপিসিতে পরিবর্তনের পক্ষে সওয়াল করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।  তিনি সারা দেশের পুলিশ বাহিনীকে উৎসাহিত করেন তাদের ভাল কাজের জন্য। পাশাপাশি পুলিশের শহিদদের প্রতি শ্রদ্ধাও জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.