কোনও মৌলবাদী মিটিং মিছিল চলবে না রাজ্যে, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়ঃ
সামনেই বিধানসভা ভোট। ভোটের আগে কোনও সরকম ঝুঁকি নিতে চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সম্প্রীতি বজায় রাখতে মৌলবাদী মিটিং মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি। পুলিস এবং প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে এই নির্দেশ দিয়েছেন তিনি।
২০২১ সালের বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছ তৃণমূল কংগ্রেস। তিন বিধানসভা উপনির্বাচনের ফলাফলের পর নতুন করে চাঙ্গা হয়ে উঠেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এই জনপ্রিয়তা বজায় রাখতে এখন মরিয়া শাসক দল। সাম্প্রদায়িকতার জগির তুলে রাজ্যে অশান্তি বাঁধানোর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। সেই পরিস্থিতির তৈরির সুযোগ যাতে কেউ না পায় সেকারণেই মৌলবাদী মিটিং মিছিল বন্ধে কড়া নির্দেশিকা জারি করেছেন তিনি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসাউদ্দিন ওয়েইসির বিতণ্ডা আগেই প্রকাশ্যে এসেছে। ২০২১ সালের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট ব্যাঙ্কে সিঁদ কাটার মরিয়া চেষ্টা চালাচ্ছেন ওয়েইসি। এআইএমআইএম ইতিমধ্যেই রাজ্যে সংগঠন শক্তিশালী করতে শুরু করেছে। রাজ্যে সংগঠনের মুখপাত্র ওয়াসিম ওয়াকার জানিয়েছেন, ২০২১ সালে বিধানসভা ভোটে লড়ার মতো শক্তি সঞ্চয় করে ফেলেছে ওয়েইসির দল। ১৫ থেকে ২৩টি জেলায় ইতিমধ্যেই সংগঠন বিস্তারলাভ করেছে। ডিসেম্বরের শেষেই কলকাতার ব্রিগেড ময়দানে সমাবেশ করার অনুমতি কলকাতা পুলিসের কাছে চেয়েছেন তাঁরা।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশিকার কড়া সমালোচনা করেছেন ওয়েইসির দল। বুধবার যেভাবে হিন্দু জাগরণ মঞ্চের সমর্থকদের মিছিলে লাঠিচার্জ করেছে পুলিস তার কড়া সমালোচনা করেছেন ওয়াসিম ওয়াকার। মৌলবাদী তকমা দিয়ে আন্দোলনে পথ আটকানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
কোন মন্তব্য নেই