জেএনইউতে ছাত্ৰ আন্দোলনের জের, গ্ৰেফতার ছাত্রসংসদের নির্বাচিত সভানেত্রী তথা বাংলার মেয়ে ঐশী ঘোষ-সহ প্রায় ১৫০ আন্দোলনকারী পড়ুয়া
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্ৰ আন্দোলনের সোমবার ছিল ২০ দিন। ছাত্ৰ আন্দোলন এবার গণ গ্ৰেফতারির ঘটনা ঘটল। এদিন গ্ৰেফতার করা হল ছাত্রসংসদের নির্বাচিত সভানেত্রী তথা দুর্গাপুরের ভূমিকন্যা ঐশী ঘোষ-সহ প্রায় ১৫০ আন্দোলনকারীকে।
ছবি, সৌঃ ইন্টারনেট
ধৃতদের নিয়ে যাওয়া হয়েছে ওকলা, কালকাজি স্টেশন ও দিল্লি ক্যান্টনমেন্ট থানায়। বিকেল সড়ে পাঁচটা পর্যন্ত খবর, গ্রেফতার হওয়া আন্দোলনকারীদের মুক্তির দাবিতে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অবস্থান শুরু করেছেন দিল্লির জোরবাগ মেট্রো স্টেশনের সামনে।এদিন জেএনইউ-র ছাত্ৰছাত্ৰীরা মিছিলে হাঁটতে শুরু করে সংসদ ভবনের দিকে এগিয়ে যায়। মাঝপথেই তাদের মিছিল আটকে দেয় পুলিশ। এদিনই সংসদে শুরু হয় শীতকালিন অধিবেশন। ছাত্র বিক্ষোভ বড় আকার নিতে পারে বলে আগেই আঁচ করেছিল দিল্লি পুলিশ। ফলে প্রশাসন তৎপরই ছিল। পুলিশ ব্যারিকেড করে দিলে ছাত্ৰ ছাত্ৰীরা অবস্থানে বসে পড়েন। তখনই গ্ৰেফতার করা হয় ঐশী ঘোষ-সহ প্রায় ১৫০ জন ছাত্ৰছাত্ৰীকে।
হোস্টেল ফি বাড়ানোর বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন পড়য়ারা।
রবিবারই বিশ্ববিদ্যালেয়র উপাচাৰ্য জগদীশ কুমার ভিডিও কনফারেন্সে আন্দোলনরত ছাত্ৰছাত্ৰীদের ক্লাসে ফেরার আবেদন করেন। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে ইতিমধ্যেই কেন্দ্ৰীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্ৰক তিন সদস্যের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গড়েছে।









কোন মন্তব্য নেই