বদরপুরেও বিশ্ব-শান্তি সড়ক পরিক্রমা
নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর : প্রায় দশ কিলোমিটার সড়ক পরিক্রমা তথা বিশ্ব-শান্তি কামনার শোভাযাত্রায় লক্ষণীয় ভিড় পরিলক্ষিত বদরপুর সহ আশপাশ এলাকায়। তৎসঙ্গে আলগাপুর বিধানসভা এলাকার জানকিবাজারের খোলা ময়দানে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ইসলাম ধর্মপ্রাণদের মহান ঈদে মিলাদ্দুনবী তথা বিশ্বনবী হজরত মহম্মদের শুভজন্মদিন সাড়ম্বরে পালিত হয়। এতে প্রধান অতিথি তথা উদ্দোক্তা হিসাবে ছিলেন আলগাপুর এর বিধায়ক নিজাম উদ্দিন চৌধূরী এবং আলগাপুর-মোহনপুর জিলাপরিষদ সদস্য নুরুল ইসলাম সহ মসজিদ কমিটির কর্মকর্তা এবং মসজিদের ইমাম সহ প্রমুখগণ। বদরপুর বিধানসভা এবং আলগাপুর বিধানসভার কাটাখাল-কালিনগর সহ আশপাশ এলাকায়ও ব্যাপক সাড়া মিলল ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মহম্মদ এর শুভ জন্মদিনে।প্রায় সবমিলিয়ে সকল শ্রেণীর জনসাধারণের মধ্যে ধর্মীয় অনুষ্টান এক ঐক্যতার সাড়া যুগিয়েছে বলে বুদ্ধিজীবি মহলের ধারণা।
কোন মন্তব্য নেই