আপনি কি জানেন, আপনার মাথায় ২৩ লক্ষ ২৮ হাজারের ঋণের বোঝা চেপেছে !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়ঃ
বিশ্বে ঋণের পরিমাণ রেকর্ড হারে বাড়তে চলেছে ২০১৯ সালে। চলতি বছরে ২৫৫ ট্রিলিয়ন ডলারে গিয়ে ঠেকতে চলেছে বিশ্ব জুড়ে ঋণের পরিমাণ। অর্থাৎ, বিশ্বের ৭.৭ বিলিয়ন মানুষের মাথা পিছু ঋণ দাঁড়াবে ৩২ হাজার ৫০০ ডলারে। মোট ঋণের এই পরিমান বিশ্বের আর্থনৈতিক উৎপাদনের তিনগুণ বলে জানা গিয়েছে।
ঋণের হারে এই লাফ মূলত আমেরিকা ও চিনের কারণে হয়েছে বলে উঠে এসেছে একটি রিপোর্টে। মোট ঋণের পরিমাণের ৬০ শতাংশ এই দুই দেশের কারণে বলে জানাচ্ছে রিপোর্ট। শুধু সরকারি খাতেই ঋণের পরিমাণ ৭০ ট্রিলিয়ন ডলার বলে জানা গিয়েছে। তাছাড়াও কর্পোরেট ও বাজার খাতে রয়েছে বিপুল ঋণ। এই ঋণ বৃদ্ধির হারে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বের অর্থনীতিবিদরা।
আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা তাদের প্রকাশিত রিপোর্টে জানাচ্ছে, "ঋণ পরিশোধের গতি ধীর হয়ে যাওয়ায় আমাদের অনুমান বিশ্বে মোট ঋণের পরিমাণ গিয়ে দাঁড়াবে ২৫৫ ট্রিলিয়ন ডলারে। সব খাতের থেকে এই বছর সরকারি খাতে ঋণের পরিমাণ সব থেকে বেশি দেখা গিয়েছে। গতবছরের তুলনায় ১.৫ শতাংশ হারে ঋণের পরিমাণ বেড়েছে সরকারি খাতে। এছাড়া সরকারি সংস্থাগুলির ঋণের পরিমাণও বিশাল।"
ইন্টারন্যাশনাল মনেটারি ফান্ড ও ব্যাঙ্ক ফর ইন্টারন্যাশনাল সেটলমেন্টের তথ্যের উপর ভিত্তি করে এই রিপোর্ট প্রকাশ করেছে আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা। এদিকে বিশ্ব বাজারে বন্ড মার্কেটে মূল্য ২০০৯ সালে ছিল ৮৭ ট্রিলিয়ন ডলার। সেটি এই বছর বেড়ে দাঁড়িয়েছে ১১৫ ট্রিলিয়ন ডলারে। এই মুহূর্তে বাজারে সরকারি বন্ডের পরিমণ ৪৭ শতাংশ। ২০০০ সালে এই পরিমণ ছিল ৪০ শতাংশ। এদিকে ব্যাঙ্কিং খাতে ২০০৯ সালে বন্ডের বাজার ভাগ ছিল ৫০ শতাংশ। সেটি এবছর কমে ৪০ শতাংশে গিয়ে ঠেকেছে।









কোন মন্তব্য নেই