উদ্বেগ বাড়াচ্ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম স্থানে কলকাতা !!
বিশ্বদেব চট্টোপাধ্যায়ঃ
শুধু দিল্লির দিকে আঙুল তুললে হবে না। দূষণে পিছিয়ে নেই কলকাতাও। বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে আমাদের তিলোত্তমা কলকাতা শহর। স্কাইমেটের রিপোর্টে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য !
বিষ বাতাসে বিপর্যস্ত দিল্লি। দিওয়ালির পর থেকেই দূষণের মাত্রা প্রতিদিন একটু একটু করে বাড়তে শুরু করেছে দিল্লিতে। এতোটাই বিষ ছড়াচ্ছে দিল্লির বাতাসে যে স্কুল কলেজে ছুটি ঘোষণা করতে হচ্ছে কেজরিওয়াল সরকারকে। এরই মধ্যে দূষণ নিয়ন্ত্রণে জোড়-বিজোড় সংখ্যার গাড়ি চালানোর নিয়ম করেছে কেজরিওয়াল সরকার। কিন্তু তাতেও কোনও কাজ হচ্ছে না। মুখে মাস্ক পরে বাইরে বেরোতে হচ্ছে দিল্লির বাসিন্দাদের। বিশেষ করে দিল্লির লোধি রোড, ফরিদাবাদ, মতি নগর, পশ্চিম বিহারের অবস্থা সবচেয়ে খারাপ।
শুধু দিল্লি নয় কলকাতাতেও বাড়ছে দূষণ। বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে এই শহর। স্কাইমেটের রিপোর্টে এমনই উদ্বোগজনক তথ্য পাওয়া গিয়েছে। দিওয়ালির পরে দূষণ
বেড়েছে কলকাতাতেও। দূষণের মাত্রায় সবচেয়ে বেশি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল। তার চেয়েও বেশি দূষণ ধরা পড়েছে হাওড়ার ঘুসুরিতে।
স্কাইমেটের দূষণ তালিকায় নবম স্থানে রয়েছে বাণিজ্যনগরী মুম্বই। মুম্বইয়ে দূষণের মাত্রা ১৫৩। সেখানেও দূষণ ক্রমশ বাড়ছে। ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলিতে উদ্বেগজনক ভাবে বাড়ছে দূষণ। এদিকে পাকিস্তানে দূষণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। সেখানে বাতাসের দূষণের সূচক ২৩৪।
কোন মন্তব্য নেই