Header Ads

সিয়াচেনে তুষারধসে নিখোঁজ ৮ ভারতীয় সেনা জওয়ান


নয়া ঠাহর, ওয়েবডেস্কঃ সিয়াচেনে তুষারধসে চাপা পড়েছেন বেশ কয়েকজন ভারতীয় সেনা জওয়ান। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৮০০০  ফুট উচ্চতায় নর্দান গ্লেসিয়ারে দুর্ঘটনাটি ঘটেছে। 
প্রতীকী ছবি, সৌঃ ইন্টারনেট
জোর কদমে উদ্ধার কাজ শুরু করেছে সেনাবাহিনী। তবে কতজন জওয়ান বরফের নিচে চাপা পরেছে তা এখনও স্পষ্ট জানা যায় নি। নিয়মিত টহলদারির সময় বিপদে পড়েন সেনারা বলে জানা গেছে।  সেনাবাহিনীর ওই দলে ৮ জন জওয়ান ছিলেন বলে জানা গেছে।
কারাকোরাম রেঞ্জে ২০ হাজার ফুট উঁচুতে রয়েছে সিয়াচেন হিমবাহ। তুষার ধস, পাথর ধস সেখানে হতেই থাকে। শীতকালে তাপমাত্রা ৬০ ডিগ্রির নিচে নেমে যায়। এই প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে দেশের সীমান্ত রক্ষায় মোতায়েন রয়েছেন সেনা জওয়ানরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.