Header Ads

মহারাষ্ট্রে সরকার গড়তে আরএসএস-এর দ্বারস্থ শিবসেনা

নয়া ঠাহর প্রতিবেদন : মহারাষ্ট্রে সরকার গড়তে এবার আরএসএস -এর দ্বারস্থ হল শিবসেনা। আরএসএস প্রধান  মোহন ভাগবতকে লেখা কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির ঘনিষ্ঠ শিবসেনা নেতা কিশোর তেওয়ারির নামে লেখা চিঠিতে অভিযোগ উঠান হয়েছে জোটধর্ম মানছে না বিজেপি। তাই সরকার গড়তে দেরি হচ্ছে মহারাষ্ট্রে। চলতি অচলাবস্থা কাটাতে আরএসএস-এর সাহায্য চাওয়া হয়েছে চিঠিতে।
শিবসেনাকে কংগ্রেস সমর্থন করতে নারাজ। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সাফ জানিয়েছেন, শিবসেনাকে সমর্থন করবেন না। এনসিপি নেতা শরদ পাওয়ার জানিয়ে দিয়েছেন, তারা বিরোধী আসনে সবাই পছন্দ করবেন।
তবে,  শিবসেনা ও এনসিপি মিলে বাইরে থেকে কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গড়ার চেষ্টা চলছে। শিবসেনা চাইছে মুখ্যমন্ত্রী শিবসেনার হোক। এই রাজনৈতিক রসায়ন কতটা কাজে আসবে তা সময়ই বলবে। ৯ নভেম্বর মহারাষ্ট্র বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে, তার আগে সরকার গড়তে না পারলে রাষ্ট্রপতির শাসন জারি হবে মহারাষ্ট্রে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.